Friday, November 14, 2025

সকালের কুয়াশা মাখা রোদ আর রাতে হালকা কম্বল গায়ে শিরশিরানি অনুভূতির মাঝে বাঙালির ভাল লাগা তালিকায় জুড়ে গেল আরও এক উৎসব। আজ কলকাতার রবীন্দ্র সদন (Rabindra Sadan, Kolkata)প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে উদ্বোধন হল ২৮ তম যাত্রা উৎসব (Yatra Utsav)’বাংলার জীবন যাত্রা’। আগামী একমাস দুদিন শহরের বিভিন্ন মঞ্চে একাধিক যাত্রা দেখার সুযোগ। এদিন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস (Arup Biswas),সহ সভাপতি ইন্দ্রনীল সেন (Indranil Sen),মন্ত্রী স্বপন দেবনাথ, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু প্রমুখ।

৩২ দিনে মঞ্চস্থ হবে ৩৪টি পালা। যাত্রাপালা মঞ্চায়নের পাশাপাশি আয়োজিত হয়েছে আলোচনা সভা এবং ‘৫০০ বছর পেরিয়ে বাংলার জয়যাত্রা’ শীর্ষক প্রদর্শনী। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি। এদিন অরূপ বিশ্বাস বলেন, ২০১১ সালের আগে পর্যন্ত যাত্রা ধ্বংসস্তুপে পড়ে ছিল। যাত্রার মরাগাঙে বান এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তিনি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। পুরস্কার দেওয়া শুরু করেছেন। যাত্রাশিল্পীদের মুখে হাসি ফুটেছে। এই সংস্কৃতি এবার সর্বস্তরে পৌঁছে যাবে। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সহ সভাপতি ইন্দ্রনীল সেন বলেন, “বাংলার কালচারাল হাব রবীন্দ্র সদন প্রাঙ্গণ। সেখানে উদ্বোধন হল এই উৎসব। এটা খুব সম্মানের ব্যাপার। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সহযোগিতায় যাত্রার উত্তোরণ ঘটেছে।”

এদিন শান্তিগোপাল তপনকুমার পুরস্কার প্রদানের পাশাপাশি সঙ্গীতও পরিবেশিত হয়।’আগুনের পরশমণি’ গেয়ে শোনান ইন্দ্রনীল। যাত্রা উৎসব চলবে রবীন্দ্রসদন, একতারা মুক্তমঞ্চ, বারাসাত কাছারি ময়দান, বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে।


Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version