Wednesday, November 12, 2025

সকালের কুয়াশা মাখা রোদ আর রাতে হালকা কম্বল গায়ে শিরশিরানি অনুভূতির মাঝে বাঙালির ভাল লাগা তালিকায় জুড়ে গেল আরও এক উৎসব। আজ কলকাতার রবীন্দ্র সদন (Rabindra Sadan, Kolkata)প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে উদ্বোধন হল ২৮ তম যাত্রা উৎসব (Yatra Utsav)’বাংলার জীবন যাত্রা’। আগামী একমাস দুদিন শহরের বিভিন্ন মঞ্চে একাধিক যাত্রা দেখার সুযোগ। এদিন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস (Arup Biswas),সহ সভাপতি ইন্দ্রনীল সেন (Indranil Sen),মন্ত্রী স্বপন দেবনাথ, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু প্রমুখ।

৩২ দিনে মঞ্চস্থ হবে ৩৪টি পালা। যাত্রাপালা মঞ্চায়নের পাশাপাশি আয়োজিত হয়েছে আলোচনা সভা এবং ‘৫০০ বছর পেরিয়ে বাংলার জয়যাত্রা’ শীর্ষক প্রদর্শনী। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি। এদিন অরূপ বিশ্বাস বলেন, ২০১১ সালের আগে পর্যন্ত যাত্রা ধ্বংসস্তুপে পড়ে ছিল। যাত্রার মরাগাঙে বান এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তিনি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। পুরস্কার দেওয়া শুরু করেছেন। যাত্রাশিল্পীদের মুখে হাসি ফুটেছে। এই সংস্কৃতি এবার সর্বস্তরে পৌঁছে যাবে। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সহ সভাপতি ইন্দ্রনীল সেন বলেন, “বাংলার কালচারাল হাব রবীন্দ্র সদন প্রাঙ্গণ। সেখানে উদ্বোধন হল এই উৎসব। এটা খুব সম্মানের ব্যাপার। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সহযোগিতায় যাত্রার উত্তোরণ ঘটেছে।”

এদিন শান্তিগোপাল তপনকুমার পুরস্কার প্রদানের পাশাপাশি সঙ্গীতও পরিবেশিত হয়।’আগুনের পরশমণি’ গেয়ে শোনান ইন্দ্রনীল। যাত্রা উৎসব চলবে রবীন্দ্রসদন, একতারা মুক্তমঞ্চ, বারাসাত কাছারি ময়দান, বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে।


Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version