Sunday, May 4, 2025

মিড ডে মিলে সি.বিআই, দলনেত্রীর বিরুদ্ধে এফ.আইআর! শুভেন্দুকে মো.ক্ষম জবাব তৃণমূলের

Date:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভিত্তিহীন অভিযোগের পর রাজ্যে মিড ডে মিল প্রকল্প নিয়ে সিবিআই তদন্ত চেয়ে এজেন্সিকে কাছে চিঠি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এরপরই ফের দলবদলু শুভেন্দুকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার কুণাল বলেন, শুভেন্দুকে সবাই দেখেছেন নারদার টাকা নিতে। সিবিআইয়ের এফআইআরে নাম আছে শুভেন্দুর। সে নাকি আবার সিবিআই তদন্ত চাইছে! আগে শুভেন্দুকে গ্রেফতার করে জেরা করা হোক। তৃণমূল মুখপাত্রের কথায়, “উন্নয়ন নিয়ে ওনাদের কোনও বক্তব্য নেই। উন্নয়ন কী, সেটাই জানে না। সারাক্ষণ ভিত্তীহীন অভিযোগ করাই ওনাদের কাজ। তদন্ত চাইলেই হল না। এই রাজ্যে যথাযথ কাজ হচ্ছে। তাই এইসব করছে। আসলে ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোঁসাই। কেন্দ্র বাংলার প্রাপ্য বকেয়া দিচ্ছে না। কিন্তু বাংলার থেকে টাকা নিয়ে যাচ্ছে। মিড ডে মিলে সমস্যা করছে। প্রথমে কুৎসা, তারপর এই সব করছে। বিজেপির ধ্বংসাত্মক রাজনীতি এটা। সুভাষ সরকার বিরুদ্ধে তার দলের লোকেদের গুরুতর অভিযোগ, উনি এক্স এমপির লেটার হেড ছাপান।”

অন্যদিকে, পুরনো মামলায় গ্রেফতারি মন্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ই-মেল মারফত হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছে বিরোধী দলনেতা অধিকারী। তারই পাল্টা দিয়ে দলবদলু শুভেন্দুকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। শুভেন্দুকে তোপ দেগে তিনি বলেন, “ওই শুভেন্দু অধিকারী একটা মানসিক ভারসাম্যহীন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সঠিক বলেছেন। বাংলার মানুষ ওদের ভোট দেয়নি। তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ওরা ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করছে। এর কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আসলে বোঝাতে চেয়েছেন, বদলার রাজনীতি সৌজন্যের খাতিরে করেননি।
বিজেপির হেনস্তার পর তিনি বলেছেন পুরনো মামলার ভিত্তিতে এবার গ্রেফতার করাব। শুভেন্দু এটা শুনেই ভয় পেয়ে যাচ্ছে। সারদার পর কাঁথিতেও একের পর এক দুর্নীতিতে ওর নাম জড়িয়েছে। তাই ভয় পেয়ে সস্তার নাটক করছে। ওর তো প্যানিক রিআকশান, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি।”

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version