Monday, May 5, 2025

বাতিল গাড়ি কাটার জন্য এবছরেই চালু হবে রাজ্য স্বীকৃত প্রথম কারখানা

Date:

বাতিল হওয়া গাড়ি কাটার জন্য চলতি বছরেই কাজ শুরু করবে রাজ্য সরকারের স্বীকৃত প্রথম কারখানাটি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহন নীতি অনুসারে ১৫ বছরের উপরের গাড়ি বাতিল করতে হবে। সেই গাড়িগুলি কাটার জন্য হাওড়ার উলুবেড়িয়ায় PPP মডেলে উদ্যোগে ওই কারখানাটি তৈরি করা হয়েছে। যেখানে ২৪ হাজার হালকা ও মাঝারি গাড়ি এবং ১২ হাজার ভারি গাড়ি কাটাই করার পরিকাঠামো তৈরি করা হয়েছে।

পরিবহন দফতর সিদ্ধান্ত অনুযায়ী, এর পর জেলায় জেলায় অন্তত একটি করে এই ধরনের ইউনিট (Unit) তৈরি করা হবে। দশটি জেলায় এই স্ক্র্যাপ ইউনিট (Unit) তৈরির জন্য পরিবহন দফতর আগ্রহী ব্যক্তি বা সংস্থার কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আবেদনকারী সংস্থার কাছে স্ক্র্যাপ ইউনিট তৈরির জন্য উপযুক্ত জমি থাকতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারের বেঁধে দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১ এপ্রিল থেকে  ধাপে ধাপে পুরনো গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু বাতিল হওয়া গাড়িগুলিকে ভাঙার জন্য প্রয়োজন স্ক্র্যাপ ইউনিট। কিন্তু রাজ্যে স্ক্র্যাপ ইউনিটের সংখ্যা যথেষ্ট নয়। সেই কারণে নতুন কারখানা তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashi Chakraborty) জানিয়েছেন, পুরনো বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেই কাগজ দেখিয়ে নির্দিষ্ট রুট পারমিট দিয়ে তিনি পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন।

পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। নতুন গাড়ি কেনার জন্য কর ছাড়ের মতো কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version