যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন পুলিশ আধিকারিক ডেরেক শভিনকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে শভিনকে ছুরিকাঘাত করেন ওই কারাগারেরই আর এক বন্দি।মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, জর্জ ফ্লয়েডকে আটকের পর তিনি ডেরেক শভিনকে সড়কের ওপর ফেলে ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরেন। এভাবে প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে তিনি ফ্লয়েডের ঘাড় চেপে ধরে ছিলেন। পরে ফ্লয়েডকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন শহরে পুলিশি নৃশংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল।

পরে ফ্লয়েডকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন শ্বেতাঙ্গ শভিন।তাকে ২০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তিনি টাকসনের কেন্দ্রীয় কারাগারে ছিলেন।জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ টাকসন জেলে হামলা চালানো হয় শভিনের উপর। ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করা হয়।যদিও কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায় নি জেল কর্তৃপক্ষ। আহত প্রাক্তন ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।অব্য এই ঘটনায় টাকসন জেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেকা দিয়েছে।
