Sunday, August 24, 2025

ভোটের রাজস্থানে বাজেয়াপ্ত ৬৯০ কোটির মদ, ড্রাগস ও নগদ! রিপোর্ট কমিশনের

Date:

রাজস্থানের মাটিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে সম্প্রতি। ২০০ আসনের রাজস্থান নির্বাচন পর্বে যে বিপুল পরিমাণ মদ, ড্রাগস ও নগদ উদ্ধার হল তা দেখতে রীতিমতো আঁতকে উঠতে হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজস্থানের নির্বাচন পর্বে এই রাজ্যে উদ্ধার হয়েছে ৬৯০ কোটি টাকার মদ, ড্রাগস ও নগদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন পর্বে দুর্নীতি ও বেনিয়ম রুখতে রাজস্থানে সক্রিয় ছিল একাধিক এজেন্সি। সবকটি এজেন্সি মিলিয়েই উদ্ধার হয়েছে এই বিপুল অঙ্কের মদ, ড্রাগস ও নগদ। কমিশনের আরও দাবি, এই সংখ্যাটা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় ৯৭০ শতাংশ বেশি! স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচনের মরু রাজ্যে এই বিপুল অঙ্কের মদ, ড্রাগস ও বেআইনি টাকা কে বা কারা যোগান দিল।

এদিকে রাজস্থানে এবার প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে। ভোটের হার দেখে কংগ্রেস-বিজেপি দুই শিবিরই খানিক সন্দিগ্ধ। যদিও অশোক গেহলট (Ashok Gehlot) প্রকাশ্যে দাবি করছেন, তাঁর সরকার ফিরবেই। তিনি বলছেন, ‘এই সরকারই ফিরবে, আমি নিশ্চিত।’ রাজস্থানের বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, “৭০ বছর ধরে কেরালায় পাঁচ বছর অন্তর কখনও সিপিএম, কখনও কংগ্রেস (Congress) সরকার গড়েছে। কিন্তু সিপিএম ভাল কাজ করেছে বলেই সেখানকার মানুষ ২০২১ সালে তাদের দ্বিতীয় বারও ভোট দিয়ে জিতিয়েছে। রাজস্থানেও জেতাবে।”

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version