Wednesday, November 12, 2025

ভোটের রাজস্থানে বাজেয়াপ্ত ৬৯০ কোটির মদ, ড্রাগস ও নগদ! রিপোর্ট কমিশনের

Date:

রাজস্থানের মাটিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে সম্প্রতি। ২০০ আসনের রাজস্থান নির্বাচন পর্বে যে বিপুল পরিমাণ মদ, ড্রাগস ও নগদ উদ্ধার হল তা দেখতে রীতিমতো আঁতকে উঠতে হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজস্থানের নির্বাচন পর্বে এই রাজ্যে উদ্ধার হয়েছে ৬৯০ কোটি টাকার মদ, ড্রাগস ও নগদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন পর্বে দুর্নীতি ও বেনিয়ম রুখতে রাজস্থানে সক্রিয় ছিল একাধিক এজেন্সি। সবকটি এজেন্সি মিলিয়েই উদ্ধার হয়েছে এই বিপুল অঙ্কের মদ, ড্রাগস ও নগদ। কমিশনের আরও দাবি, এই সংখ্যাটা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় ৯৭০ শতাংশ বেশি! স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচনের মরু রাজ্যে এই বিপুল অঙ্কের মদ, ড্রাগস ও বেআইনি টাকা কে বা কারা যোগান দিল।

এদিকে রাজস্থানে এবার প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে। ভোটের হার দেখে কংগ্রেস-বিজেপি দুই শিবিরই খানিক সন্দিগ্ধ। যদিও অশোক গেহলট (Ashok Gehlot) প্রকাশ্যে দাবি করছেন, তাঁর সরকার ফিরবেই। তিনি বলছেন, ‘এই সরকারই ফিরবে, আমি নিশ্চিত।’ রাজস্থানের বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, “৭০ বছর ধরে কেরালায় পাঁচ বছর অন্তর কখনও সিপিএম, কখনও কংগ্রেস (Congress) সরকার গড়েছে। কিন্তু সিপিএম ভাল কাজ করেছে বলেই সেখানকার মানুষ ২০২১ সালে তাদের দ্বিতীয় বারও ভোট দিয়ে জিতিয়েছে। রাজস্থানেও জেতাবে।”

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version