Friday, August 22, 2025

জগদ্ধাত্রী পুজোর ভাসানে (Immersion of Jaghadhatri Idol) গিয়ে দুই যুবকের মধ্যে বচসা। রাগের মাথায় এক যুবকের গলায় কাঁচির কোপ বসিয়ে দেন অন্য জন। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিট্টু (Bittu) ফেরার হয়ে যান। মৃত যুবকের নাম সাহেব আলি সর্দার (Saheb Ali Sardar)। বিক্ষোভ চিংড়িঘাটা এলাকায়।

স্থানীয়রা বলছেন গতকাল রাতে চিংড়িঘাটার বাসন্তী কলোনিতে জগদ্ধাত্রী পুজোর ভাসানে সাউন্ড বক্স বাজানো নিয়ে প্রাথমিক গোলমাল শুরু হয়। এরপর সাহেব ও বিট্টু হাতাহাতিতে জড়িয়ে পড়েন।কাঁচি নিয়ে সাহেবের দিকে তেড়ে যান বিট্টু আর তারপরেই এই কাণ্ড। যদিও অনেকে বলছেন দুজনেই উন্মত্ত থাকার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপরই মর্মান্তিক পরিণতি হয় সাহেবের। রক্তাক্ত অবস্থা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় আহত হয়েছেন একজন। আজ সকাল থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে দফায় দফায় চিংড়িঘাটায় অবরোধ করেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন বিট্টু একাধিক সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত এবং তাঁকে ঘিরে রীতিমতো সন্ত্রস্ত থাকেন এলাকার মহিলা পুরুষ প্রত্যেকেই। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান বিধান নগরের পুলিশ কমিশনার। সকাল ১১ টা নাগাদ আচমকায় বিট্টু এলাকায় আসছে বলে খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ছুটে গিয়ে একটি হলুদ ট্যাক্সি আটকে গণধোলাই দিতে শুরু করেন। পুলিশ কোনমতে আক্রান্তকে ট্যাক্সি থেকে নামিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। এলাকাবাসীরা বলছেন এই সেই অভিযুক্ত যিনি কাল রাত থেকে ফেরার ছিলেন। যদিও পুলিশের তরফ থেকে এই প্রসঙ্গে কিছু জানানো হয়নি। আপাতত অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র‍ ্যাফ নামানো হয়েছে। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের (Bidhannagar Police) একাধিক পদস্থ অফিসাররা রয়েছেন বলে জানা যাচ্ছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version