Weather Update: ঝ.ঞ্ঝা আর নিম্নচাপের পার্টনারশিপে ব্যাকফুটে শীত!

আগামী তিন দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে মৌসম ভবন।

নভেম্বর শেষ হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত উপভোগ করতে পারছেন না দক্ষিণ বঙ্গবাসী। রাতের দিকে শীতের আমেজ থাকলেও সকাল হতেই তা ভ্যানিশ। এরইমধ্যে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত (Cyclone is formation in Andaman Sea)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস মিলেছে। ফলে আগামী মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (IMD)। দুই ঝ.ঞ্ঝা আর নিম্নচাপের কাঁটায় আহত শীত (Winter)।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আজ বাংলায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। আরও একটি ঝঞ্ঝা আসবে সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার নাগাদ। এদিকে এবারই বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সবমিলিয়ে শীত বেশ ব্যাকফুটে। তবে আগামী তিন দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Previous articleরবিবাসরীয় সকালে দু.র্ঘটনা: ময়দানে গাড়ির ধা.ক্কায় মৃ.ত ১
Next articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম