Saturday, August 23, 2025

শর্তসাপেক্ষে মিলেছে অনুমতি! বুধে ধর্মতলার সমাবেশে থাকছেন শাহ, জেনে নিন সফরসূচি

Date:

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ধর্মতলার (Dharmatala) ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে ২৯ নভেম্বর শর্তসাপেক্ষে জনসভার অনুমতি পেয়েছে বিজেপি (BJP)। সম্প্রতি কলকাতা হাই কোর্ট সেই নির্দেশ দিয়েছে। আর সেই সভায় যোগ দিতে কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ইতিমধ্যে শাহের সময়সূচিও বঙ্গ বিজেপির তরফে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার সভায় যোগ দিতে কলকাতায় (Kolkata) আসবেন শাহ। সভার কাজ সেরে ওই দিন সন্ধ্যাতেই ফিরে যাবেন দিল্লি। আর বিজেপির এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সপ্তাহের এমন একটা দিনে বিজেপির সভার ঘুঁটি সাজানো হচ্ছে তার জেরে ব্যহত হতে পারে জনজীবন।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ নভেম্বর সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতায় আসবেন শাহ। ১১টা ৫ মিনিটে দিল্লি থেকে উড়বে তাঁর বিশেষ বিমান। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তা পৌঁছবে বেলা সওয়া ১টা নাগাদ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন তিনি। সেখান থেকে তিনি গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চে। পৌনে ২টো নাগাদ সভামঞ্চে পৌঁছনোর কথা তাঁর। ধর্মতলার সভায় ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা শাহের।

সভায় বক্তৃতা সেরে তার পর ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। যে ভাবে কলকাতা বিমান বন্দর থেকে আসবেন। সেই ভাবেই কলকাতা বিমানবন্দরে তিনি পৌছবেন বিকেল ৩টে ৪০ মিনিটে। এরপর ৩টে ৪৫ মিনিটে তাঁর বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবেন তিনি।

 

 

 

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version