১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় পেল ভারতীয় দল। অজিদের হারাল ৪৪ রানে। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোওয়াড, ঈশান কিষাণের। বল হাতে দাপট রবি বিষ্ণোই এবং প্রসিদ্ধ কৃষ্ণার।

২) আসন্ন আইপিএল ২০২৪-এর নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাস, শার্দুল ঠাকুর, টিম সাউদিকে। তবে রেখে দেওয়া হয়েছে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিংকে।

৩) অবশেষে জল্পনার অবসান। গুজরাত টাইটান্সেই হার্দিক পান্ডিয়া। হার্দিককে ছাড়ল না গুজরাত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল নিজের পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন হার্দিক। তবে রবিবার সব জল্পনার অবসান ঘটে। মুম্বই না গুজরাতেই রইলেন হার্দিক।

৪) ভারত নাকি দ্বিতীয় মহম্মদ শামি পেয়ে গিয়েছেন। আর তিনি হলেন বাংলার মুকেশ কুমার। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, প্ৰথমে ভেবেছিলাম মহম্মদ সিরাজ হয়ত জুনিয়র মহম্মদ শামি হতে চলেছে।


৫) রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করে রাখতে এবার আসরে নামল বিসিসিআই। সূত্রের খবর, দ্রাবিড়কে ছাড়তে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় দফায় দফায় আলোচনায় বসছেন তারা। আগামী টি-২০ বিশ্বকাপ পযর্ন্ত দ্রাবিড়কে কোচ হিসাবে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
