Sunday, May 4, 2025

‘*401*‘ ডায়াল করলেই স.র্বনাশ! প্র.তারকদের ফাঁদে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Date:

অনলাইন শপিং বা ফুড অর্ডার- শহর ও শহরতলির মানুষের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ঠিকানা খুঁজে না পেলে প্রায়ই ফোন করেন ডিলিভারি দিতে আসা ব্যক্তি। কিন্তু সেই ফোনকে ঢাল করতেই প্রতারণা চক্র চালাচ্ছে প্রতারকরা। এক ফোনকলেই হাওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

কীভাবে করা হচ্ছে প্রতারণা?

কাস্টমার কেয়ার (Customer Care) থেকে ফোন, বলা হচ্ছে ঠিকানা খুঁজে পাচ্ছে না ডেলিভারি বয়। তারপরেই অনুরোধ, ‘‘একবার ফোন করে নিন‘‘। নম্বরও দেয় কাস্টমার কেয়ার। কিন্তু ডায়াল (Dial) করার আগে ‘*401*’ ডায়াল করতে হবে। তাতে সরাসরি ফোন যাবে ডেলিভারি বয়ের কাছে। এই কথায় ভুলে যেই ডায়াল করলেন, সেই মাত্র অ্যাকাউন্ট ফাঁকা। তবে, কোনও এসএমএস-এ নয়, ইমেলে জানানো হয় টাকা উধাওয়ের কথা। যতক্ষণে আপনি বুঝতে পারবেন আপনি প্রতারণার শিকার, ততক্ষণে টাকা গায়েব।

কাস্টমার কেয়ার (Customer Care) নয়, আসলে ফোন করে সাইবার প্রতারকরা। ‘স্টার ৪০১ স্টার’ ডায়াল করায় গ্রাহকের অ্যাকসেস পেয়ে যায় হ্যাকাররা। তারপরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা। শুধু কলকাতা বা বাংলার নয়, এভাবে টাকা খুইয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু টাকা নয়, হ্যাকারদের হাতে চলে যাচ্ছে ব্যক্তিগত ছবি, ভিডিও, কনটাক্ট সবই।

সাইবার বিশেষজ্ঞদের মতে, নিজের মোবাইল থেকে অন্য নম্বরে কল ফরওয়ার্ডের ক্ষেত্রে ‘*401*’ ডায়াল করতে হয়। এক্ষেত্রে প্রতারকদের নম্বরে ফোনকল ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। ফলে যে কোনও কল, এসএমএস প্রতারকদের কাছেই পৌঁছচ্ছে। এমনকী, অনলাইনে বেশি টাকা তুলতে গেলে যে ওটিপি যায়, তাও যাচ্ছে প্রতারকদের মোবাইলেই। ফলে গ্রাহকের অজান্তেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সতর্ক থাকাই প্রতারণা থেকে বাঁচার উপায় বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version