Saturday, May 3, 2025

আমেরিকার গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে হেনস্থা খালিস্তানিদের

Date:

আমেরিকার এক গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়ে খালিস্তানিদের আক্রমণের মুখে পড়লেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হল গুরুদ্বারের মধ্যে। জানা গিয়েছে, গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে আমেরিকার লং আইল্যান্ডে এক গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। সেখানেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে খালিস্তানিরা। অভিযোগ করা হয় কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যা ও আমেরিকায় গুরুপতবন্ত সিং পন্নুকে হত্যার ষড়যন্ত্রে সামিল তিনি।

গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূত ও খালিস্তানি আন্দোলনকারীদের মধ্যে উত্তপ্ত কথাবার্তার এক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে রাষ্ট্রদূতকে বলতে শোনা যাচ্ছে আমি এখানে প্রার্থনা করতে এসেছি। অন্যদিকে এক আন্দোলনকারীকে বলতে শোনা যাচ্ছে, ‘আপনি হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় আপনি দায়ি। আপনি পন্নুকে হত্যার ষড়যন্ত্র করেছেন।’ রাষ্ট্রদূতের উপর রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে আন্দোলনকারীরা। তাঁকে ধাক্কাধাক্কিও করা হয়। জানা যাচ্ছে, আমেরিকা নিবাসী হিম্মত সিং নামে এক খালিস্তানি উগ্রপন্থী এই হামলার নেতৃত্বে ছিল।

গুরুদ্বারের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। যদিও সেখানে হাতাহাতির ঘটনার কথা এড়িয়ে গিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে রাষ্ট্রদূত লেখেন, গুরুপুরব উদযাপনে লং আইল্যান্ডে গুরু নানক দরবারে সকলের সঙ্গে যোগদানের সৌভাগ্য হয়েছিল। সেখানে কীর্তন শুনেছি, গুরু নানকের একতা, ঐক্য ও সাম্যের চিরন্তন বার্তা নিয়ে আলোচনা হয়েছে, লঙ্গর খেয়েছি এবং সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছি।”

উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি হরদীপ নিজ্জারকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি পার্কিং লটে গুলি করে হত্যা করে কিছু মুখোশধারী লোক। ঘটনার কয়েক মাস পরে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন। গোটা ঘটনায় ভারত ও কানাডার মধ্যে শুরু হয় কূটনৈতিক চাপানউতোর। যদিও ভারত এই অভিযোগকে পুরোপুরি খারিজ করে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কানাডার সরকার গোটা ঘটনার তদন্ত করুক। এবং ভারতের বিরুদ্ধে সে অভিযোগ তোলা হচ্ছে তার প্রমাণ দিক কানাডা সরকার।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version