এপিসি রোডে মা-ছেলের ঝু.লন্ত দেহ ঘিরে চা.ঞ্চল্য

ইতিমধ্যেই প্রতিবেশীরা ওই বাড়ির ওপরের তলায় মায়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ এসে দেহ দুটি নামায়।

শহরে ফের উদ্ধার দুটি মৃতদেহ।যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।এপিসি রোডে মিলেছে মা-ছেলের মৃতদেহ। স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির একতলায় প্রথমে ছেলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। সেই দেহ দেখার পরেই খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই প্রতিবেশীরা ওই বাড়ির ওপরের তলায় মায়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ এসে দেহ দুটি নামায়। কোনও সুইসাইড নোট না মেলায়, ঠিক কী কারণে এই অস্বাভাবিক মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

যদিও স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক অনটনের কারণে এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন মা ও ছেলে।

Previous articleঋণের দায়ে জর্জরিত, ৩ সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি
Next articleনিমতৌড়ির সভায় ‘গ.দ্দার’কে তু.লোধনা! পূর্ব মেদিনীপুরে জোড়া ফুলে জোড়া আসনের ডাক কুণালের