Wednesday, November 12, 2025

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী জানিয়েছিলেন তাঁর গলায় সংক্রমণ হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাই বেশ কিছু শো বাতিল করে তিনি বিশ্রাম নিচ্ছেন। কিন্তু শিল্পীর এই অসুস্থতার খবর নিয়ে অনেকেই বিকৃত ভুয়ো খবর রটিয়েছে বলে দাবি করেন শিল্পী। তবে আপাতত সুস্থ তিনি, ফিরছেন কাজে, ডিসেম্বর থেকে শুরু করবেন অনুষ্ঠান করাও। চলছে তারই প্রস্তুতি। আগামী ২ মাস প্রায় কুড়ি থেকে পঁচিশটা অনুষ্ঠান আছে যা তার অফিসিয়াল পেজ থেকে আগামীতে প্রকাশ করা হবে।

এরই মধ্যে তিনি শুরু করেছেন নিয়মমাফিক সকালের রেওয়াজ, সঙ্গীতমের ছাত্র ছাত্রীদের গানের ক্লাস নেওয়া। যন্ত্রশিল্পীদের সাথে প্রতিদিন চলছে রিহার্সাল। অদিতি মুন্সী তার গানের অনুষ্ঠান নতুন ভাবে সাজিয়ে তুলছেন শ্রোতাদের জন্য। জানা গিয়েছে, নতুন বাদ্যযন্ত্রর সাথে আরও অনেক কিছু তিনি সংযোজন করতে চলেছেন তার গানের অনুষ্ঠানে। এই বিষয়ে শিল্পী জানিয়েছেন ” গলার ইনফেকশনের জন্য সাময়িক বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিসেম্বর থেকে নতুনভাবে জোর কদমে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে হরিনামে মেতে উঠবো আমরা। আমি সকল শ্রোতাদের ধন্যবাদ জানতে চাই, তাদের প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে আমি আবার গানে ফিরতে চলেছি। আসলে গান ছাড়া তো আমার আর কোনও অস্তিত্ব নেই। আমি আবার আপনাদের সাথে কৃষ্ণ নামে মাতোয়ারা হব । আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে মঞ্চে ফিরছি।

রীতিমতো অভিমানী শিল্পী বলেন,  অনেক ডিজিটাল পোর্টাল আমার মৃত্যু সংবাদও প্রকাশ করেছিলো গলা খারাপের খবর শুনে, তাদের সকলের জন্য দুঃখ প্রকাশ করছি। একটাই কথা বলব সবাইকে যে ”আমি আছি, ভালো আছি ,সুস্থ আছি ,গানে আছি, প্রাণে আছি।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version