Saturday, November 15, 2025

নিজ্জর হত্যা ইস্যুতে কানাডার সঙ্গে মত বিনিময় নয়: বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

Date:

খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রের তদন্তে আমেরিকাকে সহযোগিতা করবে ভারত। তবে আমেরিকার সঙ্গে তদন্তে সহযোগিতা করা হলেও কানাডায় নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের তরফে কোনও সহযোগিতা করা হবে না। সম্প্রতি কানাডার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অট্টোয়ার (কানাডা) ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভর্মা এমনটাই জানিয়েছেন।

কানাডার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় কুমার ভর্মা জানান, গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে আমেরিকার তরফে যে তদন্ত করা হচ্ছে তাতে সহযোগিতা করছে ভারত সরকার। কিন্তু খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার বিষয়ে কানাডা সরকারের সঙ্গে ভারতের তরফে সহযোগিতা করা হচ্ছে না উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে। নির্জ্জর খুনের বিষয়ে কানাডার জাতীয় নিরাপত্তা প্রধান তেমন কোনও তথ্য প্রকাশ করতে পারছেন না। সম্প্রতি কানাডার জাতীয় নিরাপত্তা প্রধান যখন ভারত সফরে যান, সেই সময়ও তিনি নির্জ্জর খুনে কোনও তথ্য প্রকাশ করতে পারেননি। যার জেরেই নির্জ্জর খুনে ভারতের তরফে কোনওরকম সহযোগিতা কানাডা সরকার পাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে বৈদেশিক সম্পর্কে ভারতের অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে খালিস্তানি ইস্যু। প্রথমে কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা, এরপর আমেরিকায় শিখ ফর জাস্টিস (খালিস্তানি জঙ্গি সংগঠন) গ্রুপের প্রধান গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্র। এই দুই ঘটনায় ভারতের গুপ্তচর সংস্থার বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। যদিও দুই ক্ষেত্রেই সব অভিযোগ অস্বীকার করেছে ভারত। কানাডা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই খুনে ভারতের যোগ থাকলে প্রমাণ দেওয়া হোক। তবে এখনও পর্যন্ত ভারত যোগের কোনও প্রমাণ না মেলায় কানাডাকে তদন্তে সহযোগিতা করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন কানাডার ভারতীয় রাষ্ট্রদূত।

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...
Exit mobile version