Sunday, May 4, 2025

এশিয়ার বৃহত্তম বাজার, মহারাষ্ট্রের লাসালগাঁওতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। পেঁয়াজের দাম পাঁচগুণ বেড়ে যাওয়ায় অশনি সঙ্কেত দেখছেন ব্যাবসায়ীরা৷ মহারাষ্ট্র থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজের চাহিদার বেশির ভাগটাই মেটানো হয়৷ কিন্তু রবিবার থেকে বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য বাজারে পেঁয়াজের দাম খুচরো বাজারে ইতিমধ্যেই কেজি প্রতি ৪৫ টাকায় পৌঁছেছে৷ বর্তমানে গুদামে থাকা পেঁয়াজ সরবরাহ করেই চাহিদা মেটানো হচ্ছে বলে জানিয়েছে নাসিকের ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এনএইচআরডিএফ৷ সে জন্য আগামী দিনে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে৷

মহারাষ্ট্রের নাসিক জেলায় সোমবার পেঁয়াজের পাইকারি দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।নাসিকের নিফাদ তালুকের লাসালগাঁও পাইকারি বাজারে গড় দাম গত সপ্তাহের ৩,৭০০ টাকার পরিবর্তে ৪,৫০০ টাকা প্রতি কুইন্টালে পৌঁছেছে। ব্যবসায়ীরা বলেছেন, এই এক দিনের লাফ শুধু মাঠে থাকা এবং কাটা ফসল নষ্ট হওয়ার কারণে।নাসিকের ডিন্ডোরি তালুকের ব্যবসায়ীরা বলেছেন, “অনেক অংশে দেরিতে খরিফ ও খরিফ ফসলের কাটা শুরু হয়েছে। জমিতে কেটে রাখা পেঁয়াজকে শিলাবৃষ্টির ধাক্কা সহ্য করতে হয়েছে।”

জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশ থেকে ফসলের ক্ষতির কারণে এক দিনে দাম বেড়েছে।নাসিক, আহমেদনগর, পুনে, ধুলে এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। নাসিক, নন্দুরবার এবং অন্যান্য জেলাগুলিতেও শিলাবৃষ্টি হয়েছে। যা সোমবারও চলছে।শুধুমাত্র নাসিকে কয়েক ঘণ্টার মধ্যে ৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version