Saturday, August 23, 2025

নিজ্জর হত্যা ইস্যুতে কানাডার সঙ্গে মত বিনিময় নয়: বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

Date:

খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রের তদন্তে আমেরিকাকে সহযোগিতা করবে ভারত। তবে আমেরিকার সঙ্গে তদন্তে সহযোগিতা করা হলেও কানাডায় নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের তরফে কোনও সহযোগিতা করা হবে না। সম্প্রতি কানাডার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অট্টোয়ার (কানাডা) ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভর্মা এমনটাই জানিয়েছেন।

কানাডার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় কুমার ভর্মা জানান, গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে আমেরিকার তরফে যে তদন্ত করা হচ্ছে তাতে সহযোগিতা করছে ভারত সরকার। কিন্তু খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার বিষয়ে কানাডা সরকারের সঙ্গে ভারতের তরফে সহযোগিতা করা হচ্ছে না উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে। নির্জ্জর খুনের বিষয়ে কানাডার জাতীয় নিরাপত্তা প্রধান তেমন কোনও তথ্য প্রকাশ করতে পারছেন না। সম্প্রতি কানাডার জাতীয় নিরাপত্তা প্রধান যখন ভারত সফরে যান, সেই সময়ও তিনি নির্জ্জর খুনে কোনও তথ্য প্রকাশ করতে পারেননি। যার জেরেই নির্জ্জর খুনে ভারতের তরফে কোনওরকম সহযোগিতা কানাডা সরকার পাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে বৈদেশিক সম্পর্কে ভারতের অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে খালিস্তানি ইস্যু। প্রথমে কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা, এরপর আমেরিকায় শিখ ফর জাস্টিস (খালিস্তানি জঙ্গি সংগঠন) গ্রুপের প্রধান গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্র। এই দুই ঘটনায় ভারতের গুপ্তচর সংস্থার বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। যদিও দুই ক্ষেত্রেই সব অভিযোগ অস্বীকার করেছে ভারত। কানাডা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই খুনে ভারতের যোগ থাকলে প্রমাণ দেওয়া হোক। তবে এখনও পর্যন্ত ভারত যোগের কোনও প্রমাণ না মেলায় কানাডাকে তদন্তে সহযোগিতা করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন কানাডার ভারতীয় রাষ্ট্রদূত।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version