Tuesday, August 26, 2025

এএফসি কাপের ম‍্যাচে ওড়িশার কাছে ২-৫ গোলে হারল মোহনবাগান

Date:

এএফসি কাপের ম‍্যাচে ওড়িশার এফসির কাছে হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম‍্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল জুয়ান ফেরান্দোর দল। সেই ম‍্যাচে ওড়িশার কাছে ২-৫ গোলে হারে সবুজ-মেরুন। আর ম‍্যাচ হারতেই এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাগান ব্রিগেড।

এএফসি কাপের প্রথম লেগের ম্যাচে ওড়িশা এফসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। তবে দ্বিতীয় লেগের ম্যাচে বদলা নিল ওড়িশা এফসি। ৫-২ গোলে হারল জুয়ানের দল। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় সবুজ-মেরুন। যার ফলে ম‍্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে গোল করে এগিয়ে দেন হুগো বৌমোস। দুর্দান্ত একটি গোল করেন হুগো। মাঝ মাঠ থেকে লিস্টনের তৈরি করা বল আশিস রাইয়ের পাস থেকে গোল করেন বৌমোস। এরপরই পাল্টা আক্রমণে ঝাপায় ওড়িশা। যার ফলে ম্যাচের ৩০ মিনিটের মাথায় সমতায় ফেরে ওড়িশা এফসি। গোল করে ওড়িশা এফসিকে সমতায় ফেরান প্রাক্তন মোহনবাগান আরকা রয় কৃষ্ণা। ওড়িশা এফসির আহমেদ জাহুর বাড়ানো বল আশিস রাই যখন ক্লিয়ার করতে যান তখন পিছন দিক থেকে এসে জোরালো শটে গোল করেন রয় কৃষ্ণা। এরপর ফের ম্যাচের ৩২ মিনিটে ওড়িশা এফসির হয়ে ব্যবধান বাড়ান দিয়েগো মারিসিও। এরপর ফের আক্রমণে ঝাঁঝ বাড়ায় সার্জিও লোবেরার দল। যার ফলে ম্যাচের ৪১ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন সাই গডডার। আহমেদ জাহুর পাস থেকে গ্লেন মার্টিনকে কাটিয়ে গোল করেন তিনি। ম‍্যাচের প্রথমার্ধে ১-৩ গোলে পিছিয়ে থাকে মোহনবাগান।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে যায় মোহনবাগান। ম্যাচের বয়স যখন ৫৭ মিনিট তখন সাদিকুর পরিবর্তে কিয়ান নাসিরিকে নামান ফেরান্দো। এরপরই কিছুটা ব‍্যবধান কমান কিয়ান। ম‍্যাচের ৬৩ মিনিটের মাথায় গোল করেন কিয়ান নাসিরি। হুগো বৌমোসের শর্ট থেকে হেডে গোল করেন কিয়ান নসিরি। তবে ম্যাচের অতিরিক্ত সময় পরিবর্ত ফুটবলার হিসাবে নামা অনিকেত যাদব ওড়িশা এফসির গোল পার্থক্য বাড়ান। ম‍্যাচের অতিরিক্ত সময় গোল করেন অনিকেত। এরপর পঞ্চম গোলটি করেন আইজ্যাক।

আরও পড়ুন:আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতল হুগলির হকার-মায়ের কন্যা

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version