আগে ইউপিআই মাধ্যম পেটিএম, ফোনপে মোবাইলে রিচার্জ করার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নিত। এখন একই ভাবে অতিরিক্ত অর্থ নেওয়া শুরু করেছে গুগ্ল পে। এখনও পর্যন্ত সংস্থার পক্ষে এমন কোনও ঘোষণা না করা হলেও অনেক গ্রাহকেরই এমন অর্থ কাটার অভিজ্ঞতা হয়েছে।

যাঁরা ওই অতিরিক্ত অর্থ বাঁচাতে চান, তাঁরা ইউপিআইয়ের পরিবর্তে সরাসরি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারেন। আরও কিছু ইউপিআই সংস্থা এখনও পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া শুরু করেনি। সেগুলিও ব্যবহার করা যেতে পারে।

প্রিপেড গ্রাহকদের ৩ টাকা করে (কনভেনিয়েন্স ফি) দিতে হচ্ছে। গুগ্ল পে অবশ্য তাদের পেমেন্ট অ্যাপে এই ফি নেওয়ার কথা উল্লেখ করেনি। তবে দেখা যাচ্ছে, ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত রিচার্জের ক্ষেত্রে ২ টাকা এবং ৩০০ টাকার রিচার্জ হলেই ৩ টাকা ফি নেওয়া হচ্ছে।অন্যান্য অনেক পরিষেবার ক্ষেত্রেই ইউপিআই প্ল্যাটফর্মগুলি আলাদা চার্জ নিয়ে থাকে।
