গোসাবায় ‘ফাঁ.দ পেতে’ ডেকে তৃণমূল বুথ সভাপতিকে খু.ন, ধৃ.ত ৮

দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের পরে গোসাবা। বিরোধীদের আক্রমণের শিকার তৃণমূলের (TMC) বুথ সভাপতি। অভিযোগ, পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে অভিযোগ জানানোর জন্য বুথ সভাপতি মুছাকলি মোল্লাকে ডেকে পাঠানো হয়। এরপরেই রীতিমতো লাঠি-রড দিয়ে তৃণমূল (TMC) নেতা-সহ তাঁর অনুগামীদের বেদম মারধর করা হয়।

আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। মুছাকলির আঘাত গুরুতর ছিল। গোসাবা থেকে তাঁকে এসএসকেএমে আনা হচ্ছিল। পথেই তৃণমূল নেতার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূল নেতাদের উপর বিরোধী দলগুলির আশ্রিত দুষ্কৃতীদের উপর হামলার ঘটনা বাড়ছে। বিরোধীদের উস্কানিতে বারবার এই ঘটনা বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের।


Previous articleআমি সুস্থ,ডিসেম্বরেই ফের শুরু করছি অনুষ্ঠান: অদিতি মুন্সি
Next articleবেনজির,খুদে পড়ুয়াকে ক.ম্পাস দিয়ে ১০৮ বার ক্ষ.তবিক্ষত করল তিন সহপাঠী!