Wednesday, May 7, 2025

রাজ্যে চিকিৎসকদের ওপর নজরদারি রাখতে নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

Date:

স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় রোগী দেখতে হলে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কউন্সিল-এ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে চিকিৎসকদের। কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কউন্সিল-এর বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া, কোনও চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করাতে পারবে না। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ, অ্যাডভাইজারি না মানলে স্বাস্থ্য সাথী থেকে নাম কাটা পড়বে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের।

পাশাপাশি রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। কোন চিকিৎসক, কোন হাসপাতালের সঙ্গে যুক্ত তা জানিয়ে আধার, প্যান, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কউন্সিল-এর রেজিস্ট্রেশন নম্বর সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, পয়লা ডিসেম্বর থেকে আর স্বাস্থ্য সাথীতে রোগী দেখতে পারবেন না সংশ্লিষ্ট চিকিৎসকরা।

জানা গিয়েছে, সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় অপারেশনের প্রবণতা বাড়ছে। এমন অভিযোগ সামনে আসার পরই নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। এর ফলে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা, সরকারি হাসপাতালে কতগুলি অস্ত্রোপচার করছেন, প্রাইভেটে স্বাস্থ্য সাথী স্কিমে কতগুলি অপারেশন করছেন, তা জানা যাবে। এর পাশাপাশি, বেসরকারি জায়গায় প্র্যাকটিস না করার শর্তে সরকারের থেকে ভাতা নিয়েও, কোন কোন ডাক্তার স্বাস্থ্য সাথী স্কিমে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তা ধরা সম্ভব হবে বলে মনে করছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা।

আরও পড়ুন- কীভাবে শ্রমিকদের বাইরে আনার পরিকল্পনা?

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version