Friday, August 22, 2025

গতকাল এএফসি কাপের ম‍্যাচে ওড়িশা এফসির কাছে ২-৫ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই হারের ফলে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাগান ব্রিগেড। এক গোলে এগিয়ে গিয়েও পাঁচ গোল হজম করেছে সবুজ-মেরুন। জঘন্য রক্ষণ, মাঠে বোঝাপড়ার অভাব, দলের মধ্যে ছন্নছাড়া ভাব, হতশ্রী ফুটবল- ঘরের মাঠে হার। যদিও বাগান কোচ জুয়ান ফেরান্দো বলছেন, মাঠে নামার আগে মাজিয়ার বিরুদ্ধে বসুন্ধরা কিংসের ২-১ গোলে জয়টা বাগান ফুটবলারদের চাপে ফেলে দিয়েছিল।

এই নিয়ে বাগান কোচ বলেন,”আসলে বসুন্ধরা ম্যাচটি জিতে যাওয়ায় আমাদের ফুটবলাররা ভাবতে শুরু করেছিল যে, ম্যাচটা জিততেই হবে। আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম, তখন মাজিয়া এক গোলে এগিয়ে ছিল। তারপর খেলা শুরুর আগে জানতে পারি, ম্যাচটা বসুন্ধরা জিতেছে। ফুটবলারদের মনে ওই ফলাফলটা ঘুরছিল। প্রথম কুড়ি মিনিট ভালো খেললেও, তার পর খেলা থেকে হারিয়ে যায় ছেলেরা। শেষের দিকে অলআউট খেলতে গিয়ে শেষ দু’টি গোল হজম করেছে।”

ওড়িশার কাছে হারের পর এএফসি কাপ এখন অতীত জুয়ানের কাছে। বাগান কোচের ফোকাসড এখন শুধুই আইএসএল। ওড়িশা ম‍্যাচে হারের পর ফের আইএসএলে ফোকাসড করতে চান মোহনবাগানের স্প্যানিশ কোচ। এই নিয়ে জুয়ান বলেন, “জীবন থেমে থাকে না। এখন ফোকাস আইসএলে। সামনেই হায়দরাবাদ ম্যাচ। জানুয়ারিতে সুপার কাপ। সেই নিয়েই ভাবতে হবে। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকাটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। এটাই ফুটবলের অঙ্গ। সত্যি কঠিন বিষয়। তবে এটা নিয়ে আর বলে লাভ নেই।”

আরও পড়ুন:কী হয়েছে বুমরাহ’র? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে প্রশ্ন নেটিজেনদের

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version