Thursday, August 21, 2025

জয় শাহের কমিটির এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে বাড়তি অর্থ দাবি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে হয়েছিল এশিয়া কাপ। এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সেই এশিয়া কাপ আয়োজনের জন‍্যই জয় শাহ’র কমিটি  এসিসির কাছে বাড়তি অর্থ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে টাকা দিতে নারাজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থা-কে বলেন, “আমরা বাড়তি অর্থ চেয়েছি। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য চাটার্ড বিমান ভাড়া করতে হয়েছে। সেটার জন্যই বাড়তি অর্থ দাবি করা হয়েছে। শুধু তাই নয়, বাড়তি হোটেল ভাড়া এবং আরও অনেক খরচ হয়েছে। পাকিস্তানে এশিয়া কাপ হলে যে খরচ আমাদের করতে হত না। এশিয়া কাপের জন্য বরাদ্দ করা ছিল না এই বাড়তি খরচের টাকা। আমরা এসিসি-র কাছে সেই টাকাটাই দাবি করেছি।”

যদিও এই নিয়ে এসিসির বক্তব্য, পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হয়েছিল। সেই সময় পাকিস্তান চেয়েছিল তাদের দেশে চারটি ম্যাচ হোক। আর সেটাই হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার একটি সংস্থাকে পিসিবি টাকা দিয়েছে চাটার্ড বিমান আয়োজন করার জন্য। এবারের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারত সে দেশে খেলতে যাবে না বলায় হাইব্রিড মডেলে এশিয়া কাপ হয়। শ্রীলঙ্কা এবং পাকিস্তানে যৌথ ভাবে এশিয়া কাপ আয়োজন করা হয়।

আরও পড়ুন:বকেয়া ১৬০ কোটি, স্পনসরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ BCCI-এর : রিপোর্ট

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version