বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান।।মুম্বই বেড়াতে যাওয়া মানেই কিং খানের বাড়ি দেখতে একবার ভিড় জমান পর্যটক থেকে শুরু করে পাঠান ফ্যানেরা। কিন্তু জানেন এই বাড়ি কেনার আগে কত সিনেমার শ্যুটিং হয়েছে এই মন্নতে। এমনকি শাহরুখ নিজেও এই বাংলো কেনার আগে এখানে একটি সিনেমা শ্যুটিং করেন।
বলিউডের বিলাসবহুল বাড়ি মানে সবার আগে মন্নতের কথাই মনে আসে। প্রতিবছর নিজের জন্মদিনের দিন শয়ে শয়ে ভক্তরা তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ান সুপারস্টারের এক ঝলক দেখা পাওয়ার জন্য। তবে জানেন কী এই ‘মন্নত’ শাহরুখ কেনার আগে বহু সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। এখানে প্রথম রাজকাপুর অভিনীত ছবি ‘আনারি’-র শ্যুটিং হয়। সময়কাল ১৯৫৯ সাল। মাত্র দুটো সিন এই বাড়িতে শ্যুট করা হয়! ১৯৭০ সালে ‘সফর’ ছবিতে ফিরোজ খানের যে বাড়ি দেখানো হয়! তা আসলে এই ‘মন্নত’! এর তিন বছর পরে ১৯৭৩ সালে রাজেশ খান্না অভিনীত ‘রাজা-রানি’ ছবির শ্যুটেও দেখা যায় এই বাড়ি! এরপর চলে আসা যাক আশির দশকের।১৯৮৮ সালে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ছবি ‘তেজাব’ ছবির শ্যুটিং হয় এখানে! মাধুরী দীক্ষিতের বিখ্যাত ‘এক দো তিন’ গানের শ্যুটিং হয়! ১৯৮৯-এ আমির খান ও সুপ্রিয়া পাঠক অভিনীত ছবি ‘রাখ’-এর শ্যুটিংও মন্নতে হয়! ১৯৯২-তে ‘অঙ্গার’ ১৯৯৫-তে রজনিকান্তের সুপারহিট ছবি ‘বাশা’র একটি মারপিটের দৃশ্য শ্যুট করা হয়েছিল মন্নতে!
কিং খান নিজেও এই বাড়িতে ‘ইয়েস বস’ সিনেমার শ্যুট করেন। এই বাড়ি তাঁর এতটাই ভাল লেগে যায় যে এটা তিনি কিনে দেন।