Wednesday, August 27, 2025

প্রয়োজনেই বাড়ানো হয়েছে: বিধানসভায় বিধায়কদের বেতন বৃদ্ধি বিল পাশের পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

নির্ধারিত সূচি মেনেই বিধানসভায় পাশ হল বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল। বুধবার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই এই বিল পাশ হয়। তার পরেই মুখ্যমন্ত্রী সাফ জানান, অনেক বিধায়ক আছেন যাঁরা আর্থিকভাবে সচ্ছল নন। তাঁদের এই বেতন প্রয়োজন। শুধউ তাই নয়, মুখ্যমন্ত্রী জানান, বাংলার বিধায়কদের বেতন অন্যান্য অনেক রাজ্যের বিধায়কদের বেতনের থেকে অনেক কম।

বিধায়কদের (MLA) বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছিলেন তাঁর বিরোধিতা করে বিজেপি। এদিন অবশ্য গেরুয়া শিবিরের বিধায়করা কেউ অধিবেশনে উপস্থিত ছিলেন না। বিল পাশের পরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বাড়িয়েছি বেশ করেছি। সুযোগ পেলে আবার বাড়াব।” এরপরেই কারণ ব্যাখ্যা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “যাদের পকেটে অনেক টাকা ভর্তি তাঁরা চিৎকার করছেন। গোলমাল করছেন। অনেক বিধায়ক আছেন যাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি তাঁদের টাকা নেওয়ার দরকার নেই। অনেকে আছেন ক্ষেতে রোজগার করেন। এমন পঞ্চায়েত সদস্যও আছেন যাঁরা ১০০ দিনের কাজ করেন। তাঁদের কথা তো বললেন না। তাঁদের জন্য আপনাদের হৃদয় কাঁদে না।” প্রবল উষ্মা প্রকাশে করে মুখ্যমন্ত্রী বলেন, ”একটা গরিব লোক দুটো বিড়ি খেলে চোর বলে চিৎকার করেন।”

বিরোধী বিধায়কদের উদ্দেশ্য করে মমতা বলেন, ”দিনের পর দিন বিধায়কদের তহবিলে টাকা বাড়ানো হয়। তখন তো বলেন না? রাজ্যের ২১ লক্ষ মানুষের টাকা আটকে রাখা হয়। ২১ লক্ষ মানুষের টাকা আটকে রাখা হয়, তখন আপনাদের মন কাঁদে না! আর একটার বদলে দুটি বিড়ি খেলে চোর বলে!”


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version