Monday, December 1, 2025

যাত্রী পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ রেলেরই পারফরম্যান্স রিপোর্টে

Date:

সবুজ পতাকা নাড়িয়ে একের পর এক রেল উদ্বোধন করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞাপনেও কোনও খামতি নেই, অথচ যাত্রী পরিষেবায় অত্যন্ত বেহাল দশা ভারতীয় রেলের। বুলেট ট্রেন, সেমি হাইস্পিড থেকে শুরু করে বন্দে ভারতের দুর্ঘটনা প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। রেলের পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল এবার রেলেরই পারফরম্যান্স রিপোর্টে। ভারতীয় রেলের সামগ্রিক পরিষেবা নিয়ে উদ্বেগ এবং অসন্তোষ প্রকাশ করে রিপোর্টে বলা হয়েছে ,২০২২ সালে ব্যাপক হারে বেড়েছে রেলের দুর্ঘটনা।

রেলের পারফরম্যান্স রিপোর্টে বলা হয়েছে, রেল দুর্ঘটনা বৃদ্ধির ফলে বেড়েছে প্রাণহানি, ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের সম্পদ এবং রেল ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ সালে রেল দুর্ঘটনার সংখ্যা যেখানে ছিল ২১টি, ২০২১-২২ সালে তা বেড়ে হয়েছে ৩৫। ২০২১-২২ সালে লাইনচ্যূত হওয়ার ঘটনার সংখ্যা ২৬টি যা আগের বছর ছিল ১৬টি। ২০২০-২১ সালে রেলে অগ্নিকাণ্ডের সংখ্যা ৩ থেকে বেড়ে পরের বছর হয়েছে ৪। রেলের পারফরম্যান্স রিপোর্টে জানানো হয়েছে, “রেলের কর্মীদের ব্যর্থতার কারণে দুর্ঘটনার সংখ্যা ২০২০-২১ সালে ছিল ১৬,। ২০২১-২২ সালে তা বেড়ে হয়েছে ২০টি।” সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ২০২০-২১ সালে রেল দুর্ঘটনার কারণে প্রাণহানি বা জখম হওয়ার খবর নেই। ২০২১-২২ সালে সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪৫ জনের আহত হওয়ার উল্লেখ রয়েছে। আরও একটি বিষয়, ২০২০-২১ সালে কোনও প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা না ঘটলেও, রেল ক্ষতিপূরণ দিয়েছে ১০৪.৩৮ কোটি টাকা। যদিও ২০২১-২২ সালে রেল ক্ষতিপূরণ দিয়েছে ৮৫.৮৮ কোটি টাকা। তবে রেলের তরফে জানানো হয়েছে, যে সমস্ত প্রাণহানি বা জখম হওয়ার ঘটনার মীমাংসা সে বছর হয়েছে, সেই হিসেবে এই তথ্য দেওয়া হয়েছে।

বালেশ্বরে দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠেছিল রেল দুর্ঘটনা এড়াতে চালু করা কবচ নিয়ে। পারফরম্যান্স রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “গত বছরের এই সময়ে ১০ কিলোমিটারের জায়গায় এবছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে কোনও রেললাইন কবচের সঙ্গে যুক্ত করা হয়নি। অথচ যেখানে ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত লক্ষ্যমাত্রা ৬৩৭ কিলোমিটার।”

Related articles

মোহনবাগান অনুশীলনে নেই দুই বিদেশি, কবে আসছেন লোবেরা?

লম্বা বিরতি কাটিয়ে সোমবার থেকে শুরু হল মোহনবাগানের(Mohun bagan) অনুশীলন। ৩১ অক্টোবর শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান, তারপর থেকে...

এসএসসির গ্রুপ সি ও ডি: বাড়ল সময়সীমা, এখন পর্যন্ত ৮ লক্ষের বেশি আবেদন

চাকরীপ্রার্থীদের জন্য সুখবর। গ্রুপ সি ও ডির আবেদন করার শেষ সময়সীমা বৃদ্ধি করল এসএসসি। পূর্বে আবেদন জমা দেওয়ার...

SIR ইস্যুতে উত্তাল সংসদ! আলোচনা এড়াচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে আলোচনা এড়ানোর চেষ্টা করছে মোদি সরকার—এমনই অভিযোগ...

কোর্টকেও অস্বীকার স্বৈরাচারী কেন্দ্রের! সোনালি বিবি-প্রসঙ্গে তোপ অভিষেকের

সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত বলে দিয়েছে সোনালি বিবিরা ভারতীয় নাগরিক। কেন্দ্রীয় সরকারকেই তাঁদের ফেরানোর উদ্যোগ নিতে হবে।...
Exit mobile version