রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত (Rabindranath Samanta)। তিনি প্রাক্তন লোকায়ুক্ত (Lokayukta) অসীম রায়ের স্থলাভিষিক্ত হলেন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পৌরহিত্যে অনুষ্ঠিত নির্বাচক মণ্ডলীর বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhanden Chatterjee)। তবে আগাম ঘোষণা অনুযায়ী, বৈঠকে যোগ দেননি নির্বাচক মণ্ডলীর আরেক সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।
রবীন্দ্রনাথ সামন্ত বর্তমানে রাজ্যের রিয়াল এস্টেট রেগুলেটরি অথরিটি (রেরা) ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে কর্মরত। নতুন দায়িত্ব পাওয়ায় প্রশাসনিক মহলে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ ছাড়া রাজ্যের মানবাধিকার কমিশনের দুই সদস্য হিসেবেও ফের দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও মধুমতী মিত্র। নবান্ন সূত্রে খবর, তাঁদের কাজের অভিজ্ঞতা ও পূর্ববর্তী দায়িত্বপালনের দক্ষতাকে বিবেচনায় রেখেই পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবর: বকেয়ার দাবি জানাতেই ‘জমিদার’ বিজেপি! সাত বছরের হিসাব তুলে প্রশ্ন অভিষেকের
নতুন লোকায়ুক্ত (Lokayukta) নিয়োগের মাধ্যমে রাজ্যে স্বচ্ছতা ও প্রশাসনিক অবস্থান আরও শক্তিশালী হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
–
–
–
–
–