বিশ্ব এইডস্ (AIDS) দিবস উপলক্ষে বিবেকের পক্ষ থেকে জয়হিন্দ ভবনে আলোচনা সভার আয়োজন। মানুষের স্বার্থে দীর্ঘ ২৭ বছর ধরে বিবেক সচেতনতা পদযাত্রা বা সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল ১১টা এর আয়োজন করা হয়।
এদিন সভায় উপস্থিত ছিলেন বিখ্যাত ক্রীড়াবিদ তথা বাংলার রঞ্জিত ট্রফি জয়ী ক্রিকেটদলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee)। তাছাড়াও ছিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রধান (Partha Pradan), বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধায় (Kartik Banerjee) ও অন্যান্যরা।
আরও খবর: BLO-দের পারিশ্রমিক হবে ৬০ হাজার: কমিশনকে পাল্টা শর্ত অভিষেকের
HIV ভাইরাস (AIDS) নির্মূল করার উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়। আগামী দিনে মানুষের মনে বিবেকের এই সচেতনতা শিবির প্রতি পদক্ষেপে মানুষকে তাদের দায়িত্ব বোধ মনে করিয়ে দেবে। বিবেকের প্রচেষ্টা সমাজ সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা উদ্যোক্তাদের।
–
–
–
–
–
–
–
–