Monday, December 1, 2025

“বেগম জিয়া এখনও খুব গভীর সংকটের মধ্যে গুরুতর অসুস্থ, তবে গতকাল বা গত পরশু যে অবস্থায় ছিলেন, আজও তিনি সেই একই অবস্থায় আছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি— আল্লাহ তাঁকে খুব দ্রুত আরোগ্য দান করুন, সুস্থ করে তুলুন এবং আবারও এ দেশের মানুষের কাছে, জনগণের কাছে তাকে ফিরিয়ে দিন”- সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক পরিস্থিতি সম্পর্কে এই প্রতিক্রিয়া BNP-র শীর্ষ নেতৃত্বের। হাসপাতাল সূত্রে খবর, খালেদা জিয়ার অবস্থা অতি সঙ্কটজনক।

ঢাকার (Dhaka) এভারকেয়ার হাসপাতালের CCU-এ চিকিৎসাধীন খালেদা (Khaleda Zia)। সোমবার, বিএনপি-র ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ”বেগম জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গিয়েছেন।” আজম বলেন, ”তিনি এখনও আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। অবস্থা ক্রিটিক্যাল। বলবার মতো কোনও অবস্থায় এখনও তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।”

২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং নিউমোনিয়া ধরা পড়েছে। সঙ্গে খালেদা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। রবিবার রাত থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। কিডনির সমস্যা ঠিক না-হলে ৮০ বছর বয়সী খালেদার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা কম বলে হাসপাতাল সূত্রে খবর। বাড়তি সতর্ক হিসেবে চিকিৎসকেরা কাউকেই তাঁর কেবিনের কাছে যেতে দিচ্ছেন না। নেত্রীর সুস্থতা কামনায় বিভিন্ন জায়গায় দোয়া-প্রার্থনা করছেন বিএনপি-র নেতা-কর্মীরা।
আরও খবরশুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

এদিকে, ২০০৮ থেকে আদালতের রায়ের ফলে খালেদার বড় পুত্র তথা বিএনপি-র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। ‌শনিবার নিজের ফেসবুক পেজে তিনি জানান, মাকে দেখার ইচ্ছা থাকলেও ‘কিছু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে’ এই মুহূর্তে তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না। যদিও তারেকের বাংলাদেশে ফেরার বিষয়ে কোনও ধরনের আইনগত বাধা আছে বলে জানা নেই বলে মন্তব্য করেছেন সেদেশের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের। তিনি জানান, আর যদি কোনও বাধা থাকেও, সে ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

Related articles

প্লট বণ্টন দুর্নীতিতেও এবার হাসিনার শান্তি ঘোষণা, কারাদণ্ড রেহানা-টিউলিপেরও

জুলাই গণঅভ্য়ুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর এবার বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)...

রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ সামন্ত, ফের দায়িত্বে জ্যোতির্ময়-মধুমতী

রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসাবে নিযুক্ত হলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত (Rabindranath Samanta)।...

সোনালি ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন ৬ জনের

জুন পেরিয়ে জুলাই। জুলাই থেকে একে একে পেরিয়ে গেল নভেম্বরও। আজও দেশে ফিরতে পারলেন না বেআইনিভাবে বাংলাদেশের পাঠিয়ে...

শক্তি খুইয়ে দিতওয়াহ এবার গভীর নিম্নচাপ: বঙ্গে তাপমাত্রায় প্রভাব

শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার...
Exit mobile version