শ্রীলঙ্কাকে ডুবিয়ে ভারতকে কার্যত ওয়াকওভার দিল দিতওয়াহ। ঘূর্ণিঝড় এখন শুধুই গভীর নিম্নচাপ। বৃষ্টির পূর্বাভাস (rain forecast) থাকলেও তার তীব্রতা সোমবারই ধীরে ধীরে কমার ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে এই নিম্নচাপের (depression) প্রভাব পড়ছে বাংলায়। সোমবার থেকে কিছুটা বাড়বে রাজ্যের তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় দিতওয়াহ (cyclone Ditwah) শক্তি খুইয়ে গভীর নিম্নচাপে (deep depression) পরিণত হয়ে ভারতের পূর্ব উপকূল দিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে। তার ফলে তামিলনাড়ুতে (Tamilnadu) সোমবার সকাল থেকে বৃষ্টির প্রভাব কমেছে। সকাল থেকে সেখানে হালকা বৃষ্টি দেখা গিয়েছে। তবে বৃষ্টির যথেষ্ট প্রভাব পড়েছে পুদ্দুচেরি (Pudducherry) ও অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)।
বর্তমানে দিতওয়াহ মাত্র ১০ কিমি প্রতি ঘণ্টা বেগে উত্তরের দিকে এগোচ্ছে। উপকূলের ৪০ কিমি দূর দিয়ে এগোনোর পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হবে দিতওয়াহ।
আরও পড়ুন : বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ
সোমবার নিম্নচাপের জেরে বাংলায় তাপমাত্র কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছে থাকবে। মঙ্গলবারও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ২৪ ঘণ্টা বঙ্গোপসাগরে দিতওয়াহ-র প্রভাব থাকবে। ফলে বাংলায় ফের বুধবার থেকে তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে। তবে সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার প্রভাব থাকবে।
–
–
–
–
–