Monday, November 10, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ফের র‍্যা.গিংয়ের অভিযোগ, ক্যাম্পাসে চা.ঞ্চল্য

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে (Main Hostel) ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে (Campus)। তবে নিজের নাম গোপন রেখে স্নাতকোত্তরের (Post Graduate) প্রথমবর্ষের ওই পড়ুয়া ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। আর পুরো বিষয়টি সামনে আসতেই ফের নতুন করে সংবাদ শিরোনামে উঠে এল যাদবপুর। সূত্রের খবর, অভিযোগপত্রে ওই ছাত্র জানিয়েছেন হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না। এমন পরিস্থিতিতে আর যাই হোক লেখাপড়া চালিয়ে যাওয়া কোনওমতেই সম্ভব নয়।

অভিযোগপত্রে পড়ুয়ার আরও অভিযোগ, হস্টেলে যাওয়ার পর থেকেই তাঁর উপর নানা ভাবে র‌্যাগিংয়ের চেষ্টা করা হয়। প্রথমে যখন হস্টেলে মেস চালু হয়, তখন পড়ুয়াকে মেস কনভেনর করা হয়। কিন্তু, হস্টেলে নতুন হওয়ার কারণে মেস কমিটি যেভাবে তাঁকে বাজার করতে বলে, সেভাবে বাজার করতেন। তা সত্ত্বেও গত ২৫ নভেম্বর সকালে বাজারের পর মাছের পরিমাণ কেন ছোট এবং ডাল কেন পাতলা হয়েছে, এই বলে পড়ুয়াকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ। এরপরই ওই ছাত্রের অভিযোগ, ঘটনার পর থেকে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। তারপর মেস কনভেনরের পদ থেকে তাঁকে বাদ দেওয়া হয় এবং তারপর থেকেই ওই পড়ুয়াকে লাগাতার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ।

গত অগাস্ট মাসেই বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেই র‍্যাগিংয়ের কারণে ছাত্রমৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নয়া অভিযোগে অস্বস্তিতে শতাব্দীপ্রাচীন এই বিশ্ববিদ্যালয়। তবে এই ছাত্রমৃত্যুর ঘটনার পরই তড়িঘড়ি ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। কিন্তু তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু র‍্যাগিংয়ের নয়া অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে। তবে লাগাতার এমন অভিযোগে ফের প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা।

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version