Monday, November 10, 2025

নিয়োগে কেন দেরি? মন্ত্রীকে প্রশ্ন করে ধমক খেলেন তরুণী

Date:

শিক্ষক নিয়োগে কেন দেরি হচ্ছে? শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে এই প্রশ্নই করেছিলেন এক তরুণী। আর সেই প্রশ্নের জেরে মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী (শিণ্ডেপন্থী) দীপক কেসারকার কাছ থেকে জুটল বকুনি। সোমবার মহারাষ্ট্রের বিড় শহরে তরুণীকে শিক্ষামন্ত্রীর ধমকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিক্ষামন্ত্রীর এহেন আচরণের ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিড় শহরে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী তথা শিবসেনা নেতা (শিণ্ডেপন্থী) দীপক কেসারকার। চাকরিপ্রার্থীদের সঙ্গে দীপক যখন কথা বলছিলেন, তখন মন্ত্রীকে এক তরুণী প্রশ্ন করেন, “মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় দেরি কেন হচ্ছে? আমরা আর কতদিন অপেক্ষা করব? নিয়োগের বিজ্ঞাপন কবে বেরোবে?” উত্তরে মন্ত্রী জানান, প্রতিটি জেলাকে বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং শীঘ্রই সেই বিজ্ঞাপন বেরোবে। তরুণী এর পর মন্ত্রীকে বাধা দিয়ে সেই বিজ্ঞাপন কবে প্রকাশিত হবে, তা জানতে চান। এতেই চটে যান মন্ত্রী। ওই তরুণীকে ধমকের সুরে তিনি বলেন, “আপনি যদি এই ধরনের শৃঙ্খলাহীন আচরণ করতে থাকেন, তা হলে সরকারি চাকরি পাবেন না।” মন্ত্রী এও বলেন, তিনি তরুণীর নাম খুঁজে শিক্ষা দফতরের আধিকারিকদের তাঁকে অযোগ্য ঘোষণা করতে বলবেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, “আমি যতটা স্নেহশীল, ততটাই কঠোর। আমার কাছে ছাত্ররা গুরুত্বপূর্ণ। আপনি চাকরি নিয়ে চিন্তিত এবং তার জন্য আমি ৩০ হাজার চাকরির ব্যবস্থা করেছি। কিন্তু আপনি যদি ছাত্রদের এই নিয়ম-শৃঙ্খলা শেখান, তা হলে আমি মেনে নেব না।”

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে মহারাষ্ট্রে। নিয়োগ নিয়ে প্রশ্ন তোলায় তরুণীর চাকরি আটকে দেওয়ার মতো মন্তব্যে কীভাবে মন্ত্রী বলতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্য মন্ত্রীর দাবি, ওই তরুণী শৃঙ্খলাভঙ্গ করেছেন। তাই এমন মন্তব্য করেছেন তিনি। ভিডিও প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলেও শোরগোল শুরু হয়েছে, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের উচিত তার মন্ত্রীদের ‘লাগাম’ টেনে ধরা। দীপক যে মন্তব্য করেছেন তার জন্য ওই তরুণীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ ওনার।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version