Wednesday, December 17, 2025

Exit Poll: ৪ রাজ্যেই শা.সক-বিরোধী হাড্ডা.হাড্ডি ল.ড়াই, ছত্তিশগড়ে পাল্লা ভারী কংগ্রেসের 

Date:

৫ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার প্রকাশ্যে এলো বুথ ফেরত সমীক্ষা। রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- এই পাঁচ রাজ্যে কোথায় পরিবর্তন ও কোথায় প্রত্যাবর্তন এদিন তারই আভাস মিলল এক্সিট পোলে। যদিও বহু সময়ই এক্সিট পোলের (Exit Poll) হিসেব উলটে যায় গণনার দিন। আপাতত দেখা যাক কী বলছে সমীক্ষা।

মধ্যপ্রদেশ: বৃহস্পতিবার বুথ ফেরত সমীক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। Dainik Bhaskar-এর রিপোর্ট বলছে, কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি। Jan Ki Bat-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি। TV9-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি। Republic TV-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯৭-১০৮ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৬ টি।

ছত্তিশগড়: ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় রাজ্যে ম্যাজিক ফিগার ৪৬। সেখানে এবিপি নিউজ-সি ভোটার বলছে, ছত্তিশগড়ের ৯০ আসনের মধ্যে বিজেপি (BJP) পাবে ৩৬-৪৮টি আসন। কংগ্রেস ৪১-৫৩টি আসন। অন্যান্য দলগুলি ০ থেকে ৮টি আসনে জিততে পারে। পাশাপাশি নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অবশ্য বলছে বিজেপি ৩৩টি ও কংগ্রেস ৫৭টি আসন পাবে। অন্যান্যরা কোনও আসনই পাবে না। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র দাবি, বিজেপি (BJP) পাবে ৪০-৫০টি আসন। কংগ্রেস ৩৬-৪৬টি আসন। অন্যান্য দলগুলি ১ থেকে ৫টি আসনে জিততে পারে। এছাড়াও ‘জন কি বাত’-এর দাবি, বিজেপি (BJP) পাবে ৪২-৫৩টি আসন। কংগ্রেস ৩৪-৪৫টি আসন। অন্যান্য দলগুলি কোনও আসন পাবে না।

রাজস্থানে বুথ ফেরত সমিক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, রাজস্থানেও এবার হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। ১৯৯ আসনের রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। যেখানে Dainik Bhaskar-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি। Axis My India-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৮৬- ১০৬ টি আসন। বিজেপি ৮০-১০০ টি। বিএসপি ১-২ টি। Jan Ki Bat-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি। ABP-C Voters-এর রিপোর্টে কংগ্রেস পেতে পারে ৭১-৯১ টি আসন। বিজেপি ৯৪-১১৪ টি। বিএসপি ০-৫ টি। অন্যান্য ৯-১৯ টি। TV9- কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি।

তেলেঙ্গানা রাজ্যে এবার ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনার বার্তা দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। সেক্ষেত্রে এই রাজ্যে ‘কিংমেকার’ হতে পারেন আসাদুদ্দিন ওয়েইসির মিম দল। এখানে বুথ ফেরত সমীক্ষায় Times Now-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪০-৫৫ টি। বিজেপি পেতে পারে ৭-১৩ টি। কংগ্রেস ৪৮-৬৪ টি। অন্যান্য ৪-৭ টি। India TV-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৩১-৪৭ টি। বিজেপি পেতে পারে ২-৪ টি। কংগ্রেস ৬৩-৭৯ টি। অন্যান্য ৫-৩ টি। TV9-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৫-১০ টি। কংগ্রেস ৪৯-৫৯ টি। অন্যান্য ৬-৮ টি। Republic TV-এর রিপোর্ট বলছে বিআরএস পেতে পারে ৪৮-৫৮ টি। বিজেপি পেতে পারে ৪-১০ টি। কংগ্রেস ৫৮-৬৮ টি। অন্যান্য ৫-৭ টি।

৪০ আসন বিশিষ্ট মিজোরামে এবার ক্ষমতায় ফিরছে সেই মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)। তবে, ক্ষমতাসীন দলকে জোর টক্কর জোরাম পিপলস মুভমেন্টের। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, Jan Ki Bat-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১০-১৪টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১৫ থেকে ২৫ আসন, কংগ্রেস পাবে ৫-৯টি আসন, বিজেপি ২টি পেতে পারে। ABP-C Voters-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৫-২৫টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৮ আসন, কংগ্রেস পাবে ২-৮টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। Martiz -এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৭-২২টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ৭-১২ আসন, কংগ্রেস পাবে ৭-১০টি আসন, বিজেপি কোনও আসন পাবে না। অন্যান্যদল ২টি আসন পেতে পারে। CNX-এর সমীক্ষা অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট পাবে ১৪-১৮টি আসন, জোরাম পিপলস মুভমেন্ট পাবে ১২-১৬ আসন, কংগ্রেস পাবে ৮-১০টি আসন, বিজেপি ২টি আসন পেতে পারে।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version