Tuesday, August 26, 2025

বিজেপি বিধায়কের স.মস্যা মেটালেন ইন্দ্রনীল, চপ খাওয়ার আমন্ত্রণ নীলাদ্রিশেখরের! 

Date:

বিধানসভায় রাজনৈতিক শিষ্টাচার। বিজেপি বিধায়কের সমস্যা মেটালেন তৃণমূলের (TMC ) মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। নিজের দফতর না হওয়ার সত্ত্বেও বিরোধী দলের বিধায়ককে সাহায্য করতে যেভাবে এগিয়ে গেলেন তাতে খুশি গেরুয়া দলের বিধায়ক নেতা নীলাদ্রিশেখর দানা (Niladri Shekhar Dana)। পাল্টা চপ খাওয়া দাওয়ার আমন্ত্রণ পাঠালেন ঘাসফুল শিবিরে(TMC)।

বুধবার বিধানসভার অধিবেশন (Assembly Session) চলার সময় প্রশ্নোত্তর পর্বে বাঁকুড়ার মুকুটমণিপুরে একাধিক টোল প্লাজার সমস্যার কথা তুলে ধরেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। পর্যটকদের সমস্যা মেটানোর জন্য মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে অনুরোধ জানান নীলাদ্রিশেখর দানা। পর্যটনমন্ত্রী জানিয়ে দেন, টোল আদায়ের বিষয়টি পরিবহণ দফতরের অধীনে পড়ে৷ তবুও যেহেতু পর্যটকদের বিষয় সেখানে জড়িত রয়েছে, তা নিয়ে তিনি কথা বলবেন৷ এর পরই বিজেপির বিধায়কের কাছে চপ খাওয়ার আবদার জানান মন্ত্রী৷ সেই সুরে সুর মিলিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরাও একই আবদার করেন বিজেপির বিধায়কের কাছে৷ বিজেপির বিধায়কও সবাইকে বাঁকুড়ায় আসার আমন্ত্রণ জানান৷ এ যেন এক অন্য ছবি বিধানসভায়। পরে নীলাদ্রিশেখর দানা জানান, বাঁকুড়ায় মানুষ চপ, মুড়ি খেতে খুবই ভালবাসে৷ সারাদিনে একবার এই খাদ্য না খেলে তাঁদের খাদ্য তালিকা অসম্পূর্ণ থেকে যায়৷ একইসঙ্গে পোস্ত এবং বিউলির ডাল খেতেও বাঁকুড়ার মানুষ ভালোবাসে। আমি নিজে রান্না করতে বেশ ভালোবাসি৷ তৃণমূলের বিধায়করা এলে খুব ভালোভাবেই রান্না করে তাঁদের খাওয়ানো যাবে। যেভাবে একদিকে বিধানসভা তে তৃণমূল বনাম বিজেপির লড়াই চলছে সেখানে এহেন রাজনৈতিক শিষ্টাচারে মুগ্ধ দুই দলের সমর্থকরাই।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version