Friday, August 22, 2025

১) ঘোষণা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন ফর্ম‍্যাটের দল। সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা-বিরাট কোহলি। বোর্ডের তরফে জানান হয়েছে বিরাট কোহলি এবং রোহিত সাদা বলের সিরিজ থেকে বিরতি চেয়েছেন। সেই কারণেই সাদা বলের সিরিজে নেই তারা।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলের অধিনায়ক কে এল রাহুল। টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক পান্ডিয়া।

৩) বিশ্বকাপের মতন টুর্নামেন্টে খেলতে না পেরে অধিনায়ক রোহিত শর্মার ওপর কি রেগে রয়েছেন অশ্বিন। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোলার। অশ্বিন বলেন, আমি রোহিতের জুতোয় পা গলালে দলের বদল নিয়ে ১০০ বার ভাবতাম।

৪) বাজি হেরে গেলেন ইংল‍্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। ভারত বিশ্বকাপ জিতবে, এমনটাই বাজি ধরেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় বাজি হেরে যান তিনি। এদিন এমনটাই জানালেন কেভিন পিটারসন।

৫) কলকাতা লিগের ডার্বিতে মাঠে না খেলেই জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। দীর্ঘ টালবাহানার পর গতকাল ছিল কলকাতা লিগে ছিল ইমামি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্টের ম‍্যাচ। সেই ম‍্যাচ খেলতে ইস্টবেঙ্গল এলেও, মাঠে এলো না সবুজ-মেরুন দল। এক ঘন্টা অপেক্ষা করার পর লাল-হলুদকে ওয়াকওভার দিয়ে দেওয়া হয়।

৬) ভারতীয় ফুটবলে ম‍্যাচ গড়াপেটার কালো ছায়া। যা নিয়ে সরব হয়েছে এআইএফএফ। এদিন সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, আইলিগে খেলা বেশ কিছু ফুটবলারের কাছে জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব রেখেছিলেন। তা নিয়ে তদন্ত করতে চলেছে এআইএফএফ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...
Exit mobile version