Thursday, August 28, 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের সমালোচনার মুখে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তদন্তকারী সংস্থা ও অভিযুক্ত পক্ষের আইনজীবী উভয়েই এই মামলা প্রক্রিয়ায় বিনা কারণে সময় ব্যয় নিয়ে সিবিআই বিশেষ আদালতে শুক্রবার প্রশ্ন তোলেন। তারই উত্তরে বিচারক রানা দাম বলেন, এই মামলার আদি আছে, অন্ত নেই। কার্যত মামলার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, নিলাদ্রী ঘোষ, তাপস মণ্ডল, কৌশিক মাঝি, পার্থ সেনকে সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন এই মামলার চার্জশিট পেশ হওয়ার পরও তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে সিবিআই-এর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন অভিযুক্তদের পক্ষে ৩ দিন আগে যে জামিনের আবেদনের শুনানি হয়েছে, সেই মামলারই ফের কেন শুক্রবার শুনানি হচ্ছে। দুপক্ষের সওয়ালের প্রেক্ষিতেই এই মামলা নিয়ে ফের প্রশ্ন তোলেন আইনজীবী। তিনি সিবিআই-এর আইনজীবীকে প্রশ্ন করেন কেন বিচার প্রক্রিয়া শুরু হতে এখনও দেরি হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার কুন্তল ঘোষের জামিনের আবেদন করা হয় সিবিআই বিশেষ আদালতে। সেই মামলায় বিচারক কুন্তলকে প্রশ্ন করেন জামিনের ব্যাপারে তিনি কতটা আশাবাদী। উত্তরে বিচারব্যবস্থার প্রতি আস্থার কথা জানান কুন্তল। এদিন তাপস মণ্ডল, কৌশিক মাঝি ও পার্থ সেনের জামিনেরও আবেদন জানানো হয় আদালতে।এই মামলার পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version