Saturday, December 20, 2025

পেরিয়েছে মেয়াদ, আর কি বৈধ ২০০০-এর নোট? কী বলছে RBI

Date:

Share post:

এখনও বাজার থেকে তোলা হয়নি ২০০০ টাকার সব নোট। এখনও সাধারণ মানুষের পকেটে বা বাজারে রয়ে গিয়েছে গোলাপী নোট। নোটিশ জারি করে জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নোট জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে আদৌ পকেটে থেকে যাওয়া তাদের ২০০০-এর নোটটি আর বৈধ কি না।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে আরবিআই জানিয়ে দিল ২০০০-এর গোলাপী নোট এখনও ‘বৈধ’। অর্থাৎ ৩০ নভেম্বর পেরিয়ে গেলেও বাজারে লেনদেন করা যাবে এই নোট। আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুসারে এখনও পর্যন্ত ৯৭.২৬ শতাংশ নোট জমা পড়েছে। বাজারে এখনও ৯.৭৬০কোটি টাকার পরিমাণ ২০০০টাকার নোট রয়েছে।
নোটবন্দির পর ঘটা করে বাজারে এসেছিল ২০০০টাকার নোট। আরবিআই সুত্র অনুসারে এই নোট ব্যাপক হারে জাল হওয়া শুরু হওয়ায় ২০২৩ সালে এই নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে আরবিআই। ১৯ মে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে সব ২০০০টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু ৩০ সেপ্টেম্বরেও বিপুল পরিমাণ এই নোট বাজারে থেকে যাওয়ায় দিন বাড়িয়ে প্রথমে ৯ অক্টোবর ও পরে ৩০ নভেম্বর করা হয়।

৩০ নভেম্বরের মধ্যেও বাজার থেকে সব নোট তুলতে না পারাতেই এই নোটের বৈধতা আরও বাড়ানো হল বলেই অনুমান অর্থনীতিবিদদের। ২০১৬ সালে নোটবন্দির সময় অত্যন্ত কম সময়ের মধ্যে বাজার থেকে পুরোনো ৫০০টাকা ও ১০০০টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের পরে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রের বিজেপি সরকারকে। সরকারি ঘোষণায় আতঙ্কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয় বহু নাগরিকের। তবে ২০০০-এর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ধীরে চলো নীতি খানিকটা সেই আতঙ্ক কমাতে পেরেছে বলেই অভিমত অর্থনীতিবিদদের।

spot_img

Related articles

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...