Monday, November 17, 2025

পেরিয়েছে মেয়াদ, আর কি বৈধ ২০০০-এর নোট? কী বলছে RBI

Date:

Share post:

এখনও বাজার থেকে তোলা হয়নি ২০০০ টাকার সব নোট। এখনও সাধারণ মানুষের পকেটে বা বাজারে রয়ে গিয়েছে গোলাপী নোট। নোটিশ জারি করে জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নোট জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে আদৌ পকেটে থেকে যাওয়া তাদের ২০০০-এর নোটটি আর বৈধ কি না।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে আরবিআই জানিয়ে দিল ২০০০-এর গোলাপী নোট এখনও ‘বৈধ’। অর্থাৎ ৩০ নভেম্বর পেরিয়ে গেলেও বাজারে লেনদেন করা যাবে এই নোট। আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুসারে এখনও পর্যন্ত ৯৭.২৬ শতাংশ নোট জমা পড়েছে। বাজারে এখনও ৯.৭৬০কোটি টাকার পরিমাণ ২০০০টাকার নোট রয়েছে।
নোটবন্দির পর ঘটা করে বাজারে এসেছিল ২০০০টাকার নোট। আরবিআই সুত্র অনুসারে এই নোট ব্যাপক হারে জাল হওয়া শুরু হওয়ায় ২০২৩ সালে এই নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে আরবিআই। ১৯ মে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে সব ২০০০টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু ৩০ সেপ্টেম্বরেও বিপুল পরিমাণ এই নোট বাজারে থেকে যাওয়ায় দিন বাড়িয়ে প্রথমে ৯ অক্টোবর ও পরে ৩০ নভেম্বর করা হয়।

৩০ নভেম্বরের মধ্যেও বাজার থেকে সব নোট তুলতে না পারাতেই এই নোটের বৈধতা আরও বাড়ানো হল বলেই অনুমান অর্থনীতিবিদদের। ২০১৬ সালে নোটবন্দির সময় অত্যন্ত কম সময়ের মধ্যে বাজার থেকে পুরোনো ৫০০টাকা ও ১০০০টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের পরে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রের বিজেপি সরকারকে। সরকারি ঘোষণায় আতঙ্কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয় বহু নাগরিকের। তবে ২০০০-এর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ধীরে চলো নীতি খানিকটা সেই আতঙ্ক কমাতে পেরেছে বলেই অভিমত অর্থনীতিবিদদের।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...