Saturday, May 10, 2025

যত কাণ্ড যোগীরাজ্যে (Yogi State)। এবার এক বিয়ে বাড়ির দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে উঠে এল উত্তর প্রদেশ (Uttar Pradesh)। ভাবছেন তো বিয়ে বাড়ি তাহলে কী এমন ঘটনা ঘটল যা নিয়ে তোলপাড় ডবল ইঞ্জিন রাজ্য? জানা গিয়েছে, এক বিয়ে বাড়িতে বরযাত্রীদের আবদার মেটানো হয়নি। আর তাতেই ভয়ঙ্কর কাণ্ড। রেগে গিয়ে বিয়ে বাড়ির (Marriage) রাঁধুনির (Chef) গায়ে ফুটন্ত তেল (Hot Oil) ঢেলে দেওয়ার অভিযোগ উঠল বরের কাকা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। উত্তর প্রদেশের বুদাউন জেলার ঘটনা। দুর্ঘটনায় গুরুতর অবস্থা রাজেশ নামে ওই রাঁধুনির। তাঁর দেহের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে বলে অভিযোগ। বর্তমানে ওই রাঁধুনি আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, বিয়েবাড়িতে গিয়ে রাতে খেতে বসতে কিছুটা দেরি করে ফেলেছিলেন বরযাত্রীদের কয়েকজন। সেই তালিকায় ছিলেন বরের কাকা এবং আরও কয়েকজন। গভীর রাতে খেতে বসে গরম রুটি চাইছিলেন তাঁরা। কিন্তু, তাঁদের সেই আবদার পূরণ হয়নি। তাঁদের জানানো হয়, রাত হয়ে যাওয়ার ফলে তন্দুরের ভাটি নিভিয়ে ফেলা হয়েছে। ফলে এত রাতে আর গরম রুটি দেওয়া সম্ভব নয়। আর সেই শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন পাত্রের কাকা। তিন বন্ধুকে নিয়ে ছুটে যান যেখানে রান্নার জায়গায়। আর সেখানে ঢুকে সামনেই পেয়ে যান রাঁধুনিকে। নিমেষের মধ্যে রাগের মাথায় গরম ফুটন্ত তেল ছুঁড়ে মারেন রাজেশ নামে ওই রাঁধুনির দিকে। এরপর চেঁচামেচি শুরু হতেই বন্ধুদের নিয়ে বিয়ে বাড়ি থেকে চম্পট দেন বরের অভিযুক্ত কাকা।

ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশের মুসাঝাগ থানার পুলিশ। অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version