ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ড প্রতিবারের মতো এবছরও ঐতিহাসিক বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চলীয় কম্যান্ডের মেজর জেনারেল সিং জানিয়েছেন, এই উপলক্ষে মুক্তিযোদ্ধা এবং দেশের প্রাক্তন সেনাদের সাথে আলাপচারিতা, মিলিটারি ট্যাটু প্রদর্শন হবে। ১৬ই ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন এবং সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ থেকে ৩০জন মুক্তিযোদ্ধা এবং সেদেশের ৬জন কর্মরত সেনা আধিকারিক এবছর বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সেই সব বীর শহীদদের স্মৃতি তর্পণ করতে প্রতি বছর এই বিজয় দিনটি পালন করা হয়।
অন্যদিকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানিয়েছেন, বিজয় দিবস পালন উপলক্ষে এবছর কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে ১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের শিল্পীদের সমন্বয়ে সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া ভারতের যেসব প্রাক্তন সেনারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা বাংলাদেশে বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন।
আরও পড়ুন- বিরোধীদের অ.ভিযোগকে গুরুত্ব দিয়ে ভোটার তালিকা নিয়ে বিশেষ অভিযান কমিশনের