Saturday, November 8, 2025

লন্ডনে ভারতীয় ছাত্রের মৃ.ত্যু ঘিরে চা.ঞ্চল্য! টেমস নদী থেকে উদ্ধার দেহ  

Date:

উচ্চশিক্ষার (Higher Studies) জন্য গিয়েছিলেন লন্ডনে (London)। আর সেখানে গিয়ে এমন ভয়াবহ পরিণতি হবে তা হয়তো কেউই দুঃস্বপ্নে ভাবতে পারেননি। এবার লন্ডনের টেমস নদীতে (Thames River) ভারতীয় ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মৃত ওই ভারতীয় পড়ুয়ার নাম মিতকুমার প্যাটেল (Mitkumar Patel) (২৩)। তবে তাঁকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে নাকি ওই পড়ুয়া আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

লন্ডন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসেই উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে যান ওই পড়ুয়া। এরপর গত ১৭ নভেম্বর থেকেই ওই পড়ুয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই ওই পড়ুয়ার এক আত্মীয় পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর টেমস থেকে মিতকুমারের দেহ উদ্ধার হয়। টেমস নদীতে ওই ভারতীয় ছাত্রের দেহ ভেসে থাকতে দেখেন এক পথচারী। তিনিই পুলিশ খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেট্রোপলিটন পুলিশ ওই ছাত্রের দেহ উদ্ধার করে। পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ার্ফ অঞ্চলের কাছে টেমস নদী থেকে মিতকুমারের দেহ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে পড়ুয়ার মৃত্যুতে সন্দেহজনক কিছু মেলেনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।

এদিকে মিতকুমারের পরিবার সূত্রে খবর, গত ২০ নভেম্বর উচ্চশিক্ষার জন্য শেফিল্ডে চলে যাওয়ার কথা ছিল মিতকুমারের। শেফিল্ড হলম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন তিনি। পাশাপাশি অ্যামাজনে পার্টটাইম চাকরি করার কথাও ছিল তাঁর। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিদিনই নিয়ম করে হাঁটতে বেরোতেন মিতকুমার। কিন্তু ১৭ নভেম্বর মিত হাঁটতে বেরোলেও অনেক সময় পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি মিতকুমারের। এরপরই পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তবে অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন হাঁটতে বেরলেও ঘরের চাবি না নিয়েই নিয়ে বেরিয়ে গিয়েছিলেন মিত। কিন্তু প্রতিদিন যে ছেলে চাবি নিয়ে বাইরে বেরতেন ওইদিন কী এমন ঘটল যে কারণে নিজের ঘরের চাবি না নিয়েই বাইরে বেরিয়ে পড়লেন? আর এখান থেকেই রহস্য দানা বাঁধছে। তাহলে কী ওই পড়ুয়া আত্মহত্যা করলেন নাকি তাঁকে কেউ খুন করল তা এখন স্পষ্ট নয়। তবে ভারতীয় ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লন্ডনে।

 

 

 

 

Related articles

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...

কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

বিজেপির রন্ধ্রে রন্ধ্রে বাংলা-বিদ্বেষ! তাই বাংলাকে কলুষিত করতে এখন বাংলার বিশ্ববন্দিত মনীষীদেরও ছাড়ছে না বিজেপি। কেন্দ্রের বাংলাবিরোধী দলের...
Exit mobile version