Sunday, August 24, 2025

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলির (Hoogly) হিন্দমোটরে (Hindmotor)। বন্ধ ঘর থেকে উদ্ধার মায়ের (Mother) পচাগলা মৃতদেহ। পুলিশ (police) সূত্রে খবর, হিন্দমোটের এক নম্বর বি এন দাস রোডের এক আবাসনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কল্যাণী হাজরা (৬৫) (Kalyani Hazra) তাঁর ছেলেকে নিয়ে থাকতেন। তবে স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী। গত তিন দিন ধরে দরজা বন্ধ ছিল ফ্ল্যাটের (Flat)। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানান, শনিবার তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দূর্গন্ধ বেরোচ্ছে। এরপরই ঘরে ঢুকে চক্ষু চড়কগাছ পরিচারিকার। তিনি দেখেন, ঘরের ভিতরে পড়ে রয়েছে কল্যাণী হাজরার নিথর দেহ।

এরপরই বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর ছেলেকে গীতা প্রশ্ন করলে জানতে পারেন তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। তবে বিষয়টি বেগতিক বুঝেই পরিচারিকা ঘটনার কথা প্রতিবেশীদের জানানোর জন্য ফ্ল্যাট থেকে বেরোনোর চেষ্টা করলে তাঁকে বেশ কিছুক্ষণ আটকে রাখে মানসিক ভারসাম্যহীন ছেলে শুভ্রনীল (৩৫)। এরপরই পরিচারিকা চিৎকার চেঁচামেচি শুরু করলে দরজা খুলে দিতে বাধ্য হয় শুভ্রনীল। কিন্তু গীতা বেরোনোর পরই ফের দরজায় ভিতর থেকে তালা লাগিয়ে দেন গুণধর ছেলে। তবে এলাকাবাসীদের অভিযোগ, দিনদু’য়েক আগে মৃত্যু হয়েছে কল্যাণী দেবীর।

এদিকে শনিবার বিষয়টি জানাজানি হতেই স্থানীয় কাউন্সিলর প্রবীর কংস বণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং তিনিই পুলিশে খবর দেন। কাউন্সিলর জানান, আত্মীয় থেকে এলাকার কোনও মানুষের সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না কল্যানী দেবী বা তাঁর ছেলে শুভ্রনীল। তবে এদিন খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বেশ কিছুক্ষন ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভাঙতে বাধ্য হয় পুলিশ। এরপরই ফ্ল্যাটের ভিতরে ঢুকে পুলিশ মৃতেদহ উদ্ধার করে। বর্তমানে মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, সেই রিপোর্ট হাতে এলেই সবকিছু পরিষ্কার হবে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

 

 

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version