Sunday, May 4, 2025

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, সেইমতো যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই চেনা রূপে ধরা দিল ইজরায়েল। গাজার মাটিতে ফের শুরু হল বেলাগাম হামলা। দক্ষিণ গাজায় ইজরায়েলের এই বোমা হামলায় ১৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। শুক্রবার হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে যাওয়ার পরই নতুন করে শুরু হয়েছে এই যুদ্ধ।

গাজা প্রশাসনের তরফে জানা গিয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই শুক্রবার রাত থেকে দক্ষিণ গাজার খান ইউনিসের ২০টিরও বেশি বাড়িতে বোমা হামলা চালায় ইজরায়েল। লাগাতার বোমাবাজিতে ১৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এবং ৫৮৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রসঙ্গত, à§­ অক্টোবরের হামলার প্রতিশোধে গাজাকে কার্যত নরকে পরিণত করার পর কাতারের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি হয় হামাস ও ইজরায়েলের মধ্যে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিরতি চুক্তি দু’দফায় বাড়ানো হয়েছিল। এই সময়কালে ৮০ ইজরায়েলি সহ ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইজরায়েল ২৪০ প্যালেস্তাইনের বন্দিকে মুক্তি দিয়েছে। অবশ্য, বৈশ্বিক চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও ইজরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন চুক্তির মেয়াদ শেষ হলে ফের গাজায় হামলা শুরু করবে ইজরায়েল। সেইমতো ফের হামলা শুরু হল গাজার মাটিতে।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version