Tuesday, December 16, 2025

Assembly Election 2023: সকাল ১১ টা পর্যন্ত কোন রাজ্যে কে এগিয়ে কে পিছিয়ে?

Date:

রবিবারের সকালে গোটা দেশের নজর চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। গণনার শুরুতে পোস্টাল ব্যালট খোলা হয়। তারপর ঘণ্টা খানেক পর থেকেই ইভিএম কাউন্টিং শুরু হয়েছে বলে খবর। সকাল ১১টা পর্যন্ত পাওয়া রিপোর্টে রাজস্থান এবং মধ্যপ্রদেশে অনেকটাই এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। যদিও তেলেঙ্গানায় পালাবদলের ইঙ্গিত রয়েছে। এখনো পর্যন্ত ছত্তিশগড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মরুরাজ্যে শুরু হয়েছে গেরুয়া সেলিব্রেশন। কিছুক্ষণ আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের জানান যে নরেন্দ্র মোদি সরকারের ওপর মহিলা ভোটাররা আস্থা রেখেছে বলেই এই জয় এসেছে। এরপরই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তাহলে কি লোকসভা নির্বাচনের আগের সেমিফাইনালে নিজের দলের জায়গা পাকা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নকল করতে হল মোদি- শাহদের ? বাংলার মুখ্যমন্ত্রী বরাবর মহিলা ভোটারদের ওপর জোর দিয়েছেন । শুধু তাই নয় রাজ্যে নারী উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি নিয়েছেন মমতা। আর বিজেপি বাংলায় লক্ষীর ভাণ্ডারে সমালোচনা করে, অন্য রাজ্যে গৃহলক্ষ্মী প্রকল্পের মাধ্যমে হুবহু পশ্চিমবঙ্গকে নকল করেছে। এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে কে এগিয়ে কে পিছিয়ে সেটা দেখে নেওয়া যাক।

সকাল ১১টা পর্যন্ত গণনার নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

মধ্যপ্রদেশে ১৩৬ টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি, ৯৩ আসনে এগিয়ে জাতীয় কংগ্রেস। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ১১৬।

রাজস্থানে পালাবদলের ইঙ্গিত। বিজেপি এগিয়ে রয়েছে ১১৩টি আসনে, কংগ্রেস ৭০ এবং অন্যান্যরা ১২টি আসনে এগিয়ে রয়েছেন। রাজস্থানের ম্যাজিক ফিগার ১০০।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে ছত্তিশগড়ে। কখনও কংগ্রেস এগিয়ে যাচ্ছে তো কখনও বিজেপি। শেষ খবর পাওয়া অনুযায়ী কংগ্রেস ৪০ টি আসনে এবং বিজেপি ৪৮ আসনে এগিয়ে রয়েছে। ছত্তিশগড়ে সরকার গড়তে প্রয়োজন ৬০ আসনের সংখ্যা গরিষ্ঠতা।

তেলেঙ্গানায় কার্যত সরকার গড়ার পথেই এগোচ্ছে কংগ্রেস। অন্তত এখনও পর্যন্ত গণনায় সেই ট্রেন্ড চলছে। ৬৬ আসনে এগিয়ে কংগ্রেস, ৪৫ টি আসনে এগিয়ে দ্বিতীয় স্থানে BRS। এই বিধানসভায় ম্যাজিক ফিগার ৬০।

ছত্তিশগড়ে কংগ্রেসের ৬ হেভিওয়েট প্রার্থী পিছিয়ে রয়েছেন বলে খবর। এই বিধানসভায় কংগ্রেসের ভূপেশ বাঘেল পিছিয়ে রয়েছেন, এগিয়ে রয়েছেন বিজেপির রমন সিং। অন্যদিকে বিজেপির বিজয় বাঘেল এগিয়ে রয়েছেন। মধ্যপ্রদেশে বিজেপির কৈলাস বিজয় বর্গীয়, শিবরাজ সিং চৌহান, কংগ্রেসের কমলনাথ, জিতু পাটওয়ারি এগিয়ে রয়েছেন। রাজস্থানে সচিন পাইলট এগিয়ে রয়েছেন, অন্যদিকে বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের গোবিন্দ সিং দোতাসারা।

রাজস্থান এবং মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়ের আভাস পেতেই বিজেপির তরফে জানানো হয় যে আজ সন্ধ্যায় দিল্লিতে সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আগামী ৬ ডিসেম্বর বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের আগামী বৈঠক হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Related articles

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা 

মঙ্গলের সকালে প্রকাশিত হল বঙ্গে এসআইআরের খসড়া ভোটার তালিকা। কমিশনের দুই ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে...

সাতসকালে মা উড়ালপুলে বড় দুর্ঘটনা, গাড়ি -বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার! 

মঙ্গলের সকালে মা উড়ালপুলে (Maa Flyover Accident) একের পর এক গাড়িকে ধাক্কা মারল চারচাকা। প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার...

পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন! 

সেলফি তোলার নাম করে কবাডি প্লেয়ারের কাছাকাছি এসে তাঁকে গুলি করে খুন (Kabaddi player shot dead )! চাঞ্চল্যকর...

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...
Exit mobile version