Sunday, December 21, 2025

বালকনাথ নাকি বসুন্ধরা? জয়ের আভাসে ‘কুর্সি কোন্দল’-এর ইঙ্গিত মরুরাজ্যে

Date:

Share post:

মরু রাজ্যে এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখানে ক্ষমতায় আসছে গেরুয়া শিবির। জয়ের পথ পরিস্কার হতেই এবার মরু রাজ্যে শুরু হয়েছে অন্য সঙ্কট। তা হল, কে বসতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে? কাউকে নির্বাচনের মুখ না করেই রাজস্থানে লড়াইয়ে নেমেছিল বিজেপি। তবে এই নির্বাচনে গেরুয়া শিবিরের গলার কাঁটা হয়ে উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। মনে করা হচ্ছিল বসুন্ধরা শিবিরের জেরেই রাজস্থানে হারের ধাক্কা সইতে হতে পারে বিজেপিকে। অবশ্য সে সব মিথ্যা প্রমাণ করে মরু রাজ্যে উঠেছে গেরুয়া ঝড়। নির্বাচনী ফল স্পষ্ট হওয়ার পর এখন প্রশ্ন ‘মরুরাজ্যের যোগী’ বালকনাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরকে পিছনে ফেলে বসুন্ধরাই কি ফের মরুরাজ্যের মসনদে বসতে চলেছেন?

রাজস্থানের রাজনীতিতে বসুন্ধরা মহারানি বলেই পরিচিত। গত ২০ বছর ধরে তিনি রাজস্থান বিজেপির মুখ। রাজস্থানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন ‘মহারানী’। এদিকে রাজস্থানের ইতিহাস বলছে, ১৯৯৮-তে অশোক গেহলট, ২০০৩-এ বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ২০০৮-এ ফের গেহলট, ২০১৩-এ বসুন্ধরা, ২০১৮-তে ফের গেহলট। সিঁড়ি ভাঙা অঙ্কের নিয়ম অনুযায়ী এবার ফের এল বিজেপির টার্ন। তবে এবার কী বসুন্ধরা? রাজনৈতিক মহলের অনুমান, রাজস্থানের মাটিতে বসুন্ধরা মুখ্যমন্ত্রী না হলে ভবিস্যতে বিজেপির জন্য জটিল হতে পারে পরিস্থিতি।

বসুন্ধরার পর রাজস্থানে বিজেপির দ্বিতীয় মুখ্যমন্ত্রী মুখ ‘মরুরাজ্যের যোগী’ হিসেবে পরিচিত বালকনাথ। মস্তনাথ মঠের মহন্ত বালকনাথ আবার বিজেপির রাজস্থানের সহ-সভাপতিও বটে। নাথ সম্প্রদায়ের প্রতিনিধি। রাজস্থানে বিজেপির জয়ে বালক নাথের প্রভাব অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বসুন্ধরার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনিই। এছাড়াও রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর। গতকাল তিনি বলেন, “দলের শীর্ষ নেতৃত্বই ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবেন। নির্বাচন হল দলগত লড়াই। কাউকে তো নেতৃত্ব দিতেই হবে।” বলা বাহুল্য, বসুন্ধরার কাম ব্যাকে মরুরাজ্যে জটিলতা বাড়ল বিজেপির? রাজস্থান জয় নিশ্চিত জেন সংযত খোদ বসুন্ধরাও। সাংবাদিক সম্মেলনে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “কেন্দ্রীয় নেতৃত্বই জয়ের কাণ্ডারি।” রাজস্থান জয় পেলেও সেখানে মুখ্যমন্ত্রী মুখ ঠিক করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে ঘাম ছুটতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫

শনিবার জম্মুর রিং রোডের (Ring Road in Jammu) কাছে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি স্কুল...

ছুটির দিনে ব্যাহত অনলাইন পেমেন্ট পরিষেবা: হয়রান কলকাতা মেট্রো যাত্রীরা

ঘটা করে ডিজিটাল ভারত-এর প্রচার করতে এতটুকু দ্বিধা করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তাঁর কেন্দ্র সরকারি দফতরগুলি...

অপেক্ষার অবসান, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে 

হাড় কাঁপানো শীত আর অবিরাম তুষারপাতে শনিবার রাত থেকে বরফের চাদরে ঢাকলো পুরো কাশ্মীর। রবির সকালেও একই ছবির...

পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

ঘন কুয়াশার দাপটে রবিবাসরীয় সকালে পথ দুর্ঘটনা। জলপাইগুড়িতে দশ চাকার ট্রাকের ধাক্কায় (accident in Jalpaiguri) মৃত্যু হলেও ঘুঘু...