ফের মানবিক মুখ মন্ত্রীর। রবিবার দুর্ঘটনায় পড়েছিলেন তারকেশ্বর নচিপুরের বাসিন্দা তরুণ কুমার হাজরা, গীতশ্রী কুন্ড ও তারকেশ্বর পদ্মপুকুর এর বাসিন্দা জ্ঞান রঞ্জন তাঁ। সেই সময় ওই রাস্তা দিয়ে মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক ডাঃ করবী মান্না হরিপালের এক অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন।দুর্ঘটনা দেখতে পেয়েই পাইলট কার সহ নিজের গাড়ি দাঁড় করিয়ে দেন মন্ত্রী বেচারাম মান্না।
দ্রুত নিজেই নেমে আসেন গাড়ি থেকে।গ্রামবাসীদের সঙ্গে নিয়ে মন্ত্রী ও বিধায়ক দুর্ঘটনাগ্রস্ত মারুতি ভ্যানটির গেট ভেঙে আহতদের উদ্ধার করেন।মন্ত্রী তার নিজের পাইলট ভ্যানে করে আহতদের সিঙ্গুর ট্রমা কেয়ার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।