Friday, August 22, 2025

‘শ্যামা’র ভূমিকায় মঞ্চ মাতাচ্ছেন স্বামী খুনে যাবজ্জীবন সাজা প্রাপ্ত হৃদয়পুরের মনুয়া!

Date:

Share post:

হৃদয়পুরের মনুয়াকে মনে আছে ? ২০১৭ সালে প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা করিয়েছিলেন । এই ঘটনা সামনে আসার পর চমক উঠেছিল রাজ্যবাসী। খুনের সময় পুরোটাই নাকি ফোনের বিপরীত প্রান্তে থেকে শুনেছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক বছর। আপাতত বর্ধমানের সংশোধনাগারে রয়েছেন মনুয়া। অথচ আশ্চর্য, তাঁর হৃদয়ও বদলে গিয়েছে!

হৃদয়পুরের সেই মনুয়ায় এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’র ভূমিকায়। রবীন্দ্র নৃত্যনাট্যে মনুয়া মজুমদার শ্যামার চরিত্রে অভিনয় করছেন। শুক্রবার রাতে বর্ধমানের উৎসব ময়দানে তাঁর প্রদর্শন মানুষের মন জয় করল। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ‘আলোকের এই ঝর্ণা ধারায়’-একাধিক গানে নৃত্য পরিবেশন করে মোহিত করলেন দর্শকদের। একক নৃত্যেও দেখা গেল মনুয়াকে।

সংশোধনাগারের আবাসিকদের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছেন বর্ধমানের প্রখ্যাত নৃত্যশিল্পী মেহবুব হাসান।

তিনি জানান,মনুয়া এখন নিয়মিত গান ও লেখা নিয়েই ব্যস্ত। রবীন্দ্র রচনাবলি ও রবীন্দ্র নৃত্য নিয়ে তিনি বেশ আগ্রহী। সংশোধনাগারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন মনুয়া। শিল্পের সঙ্গে নিজে জড়িয়ে থাকার পাশাপাশি অন্যদেরও উৎসাহ জোগান তিনি।

সম্প্রতি তিনি নিজে একটি ম্যাগাজিন সম্পাদনা করছেন। সেখানে সংশোধনাগারের অনান্য আবাসিকরা লেখালেখি করেন। তাঁদের কবিতা,গল্প এবং প্রবন্ধ ছাপা হয় এই ম্যাগাজিনে। শুক্রবার বর্ধমানের উৎসব ময়দানে মনুয়ার নৃত্যনাট্য মুগ্ধ হন দর্শক। যখন মঞ্চে তিনি নৃত্যনাট্য পরিবেশন করছেন সেই সময় দর্শকাসনে থিকথিকে ভিড়। অথচ এই মনুয়ার লোমহর্ষক অতীত কাহিনী এখনও মনে পড়লে শিউরে ওঠেন অনেকেই।
২০১৭ সালে বারাসাতের হৃদয়পুরে পরিকল্পনা করে প্রেমিককে দিয়ে স্বামীকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কী ভাবে স্বামীকে মারতে হবে তাও বলে দেওয়ার অভিযোগ উঠেছিল মনুয়ার বিরুদ্ধে। তারপর দীর্ঘ সময় পেরিয়েছে। সেই মনুয়াই এখন সংশোধনাগারে বন্দিদের অনেকের ‘শিক্ষিকা’।

বর্ধমান রেঞ্জের ডিআইজি (কারা) শুভব্রত চট্টোপাধ্যায় জানান, সংশোধনাগারে রাখার উদ্দেশ হল বন্দিদের মূল স্রোতে ফিরিয়ে আনা। অপরাধমূলক ভাবনা ছেড়ে তাঁরা যাতে সমাজের আর পাঁচজন মানুষের সঙ্গে থাকতে পারেন সেই জন্য উৎসাহ দেওয়া। মনুয়ার ক্ষেত্রে সেই উদ্দেশ্যে অনেকাংশেই সফল হয়েছে। রবীন্দ্র নৃত্যকে আঁকড়ে নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছেন তিনি।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...