Friday, August 22, 2025

৩ রাজ্যের ক্ষ.মতা দখলে আসতেই জনতার কাছে ‘নতজানু’ মোদি-শাহ! শুভেচ্ছা তেলেঙ্গানাবাসীকেও

Date:

চার রাজ্যের মধ্যে রাজস্থান (Rajasthan), ছত্তিশগড় (Chhattisgarh) ও মধ্য প্রদেশে (Madhya Pradesh) প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয় নিশ্চিত করেছে বিজেপি (BJP)। তবে তেলেঙ্গানার (Telengana) ফল বিজেপির পক্ষে যায়নি। সেখানে কংগ্রেসের (Congress) কাছে নাস্তানাবুদ হতে হয়েছে গেরুয়া শিবিরকে। আর তার জেরেই বিআরএস-কে (BRS) হারিয়ে নতুন সরকার গঠনের পথে হাত শিবির। তবে ৩ রাজ্যে বিজেপির এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে তিন রাজ্যের মানুষের কাছে জয়ের জন্য ‘মাথানত’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি হার নিশ্চিত জেনেও তেলেঙ্গানাবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী।

রবিবার চার রাজ্যের নির্বাচনের ফলাফলের চিত্র পরিষ্কার হতেই দেখা যায় চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। এরপরই ট্রেন্ড বুঝে এক্স হ্যান্ডেলে নতজানু হয়ে ৩ রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রী লেখেন, ‘‘জনতা জনার্দনের সামনে আমরা মাথানত করছি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফলাফল এমনই ইঙ্গিতই দিচ্ছে যে, ভারতের মানুষ সুশাসন এবং উন্নয়নের রাজনীতির সঙ্গেই রয়েছে। আমি এই দ্বিধাহীন সমর্থনের জন্য এই তিন রাজ্যের মানুষকে ধন্যবাদ দিতে চাই। এরপর প্রধানমন্ত্রী আরও লেখেন, আমি আশ্বাস দিচ্ছি যে, তাঁদের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব। পাশাপাশি কঠোর পরিশ্রমী কার্যকর্তাদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী লেখেন, তাঁরা প্রত্যেকেই আদর্শ। তাঁরাই ক্লান্তিহীন পরিশ্রম করে মানুষের কাছে আমাদের উন্নয়নের লক্ষ্যকে তুলে ধরেছেন।’’ তবে শুধু ৩ রাজ্যের জন্য নয়, কংগ্রেসের কাছে হারলেও তেলেঙ্গানাবাসীকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী।

রবিবার শুধু প্রধানমন্ত্রীই নন, এদিন ৩ রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, “তুষ্টিকরণ ও জাতিগত বিভেদের রাজনীতি শেষ। নতুন ভারত পলিটিক্স আর পারফরমেন্সের উপর ভোট দেয়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের জনতাকে প্রণাম। এই বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা।

 

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version