রবীন্দ্রসদনে বাজিমাত করল উদয়ন কলাকেন্দ্রের শিশুশিল্পীরা

সম্প্রতি রবীন্দ্রসদনে উদয়ন কলাকেন্দ্রের ২৩ তম বার্ষিক অনুষ্ঠান হল সাড়ম্বরে। এই অনুষ্ঠানে ছোটদের নাচের ক্ষেত্রে প্রান্তিক, দক্ষিণেশ্বর আর গড়িয়াহাটের ছাত্র ছাত্রীদের পরিবেশনা নজর কাড়ে। ছোটদের নিয়ে এরকম চমৎকার উপস্থাপনা সত্যি প্রশংসার দবি রাখে।শিশুদের মেক আপে এতটুকুও আতিশয্য না রেখে নাচকে কতটা নান্দনিক রূপ দেওয়া যায় তা দেখে দর্শকরা মুগ্ধ হন। এদিন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক হরেণ ঘোষের নামে বিশেষ স্বীকৃতি দেওয়া হলো।


এর পর ছিল নৃত্যনাট্য প্রকৃতি। মমতা শঙ্করের নৃত্য পরিচালনায় এই পরিবেশনা উদয় শঙ্করের ধারার নিদর্শন উপস্থিত সকলকে মুগ্ধ করে। চন্দ্রদয় ঘোষ নিপুণ দক্ষতায় সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন।

 


[25/10, 11:49 am] Chandan:

Previous articleকাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়
Next article২৪-এর আগে ‘সেমিফাইনাল’, আজ চার রাজ্যের ফল ঘোষণা!