Friday, November 28, 2025

জাতীয় সঙ্গীত অ.বমাননা মামলায় পুলিশি তলবকে চ্যালেঞ্জ! হাই কোর্টের দ্বারস্থ বিজেপি বিধায়করা  

Date:

Share post:

বিধানসভায় (Assembly) জাতীয় সঙ্গীত (National Anthem) অবমাননার অভিযোগে বেকায়দায় বঙ্গ বিজেপি (BJP)। আগেই বিজেপির ১০ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সোম ও মঙ্গলবার পরপর দুদিন তাঁদের মধ্যে মোট ৮ বিধায়ককে লালবাজারে (Lalbazar) তলব করা হয়েছিল। এবার তলবে সাড়া না দিয়ে পাল্টা লালবাজারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল রাজ্য বিজেপি। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার আবেদন করা হয়েছিল। তাতে অনুমতি দিয়েছে আদালত। সোমবার দুপুরেই মামলার শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে খবর।

উল্লেখ্য, বিধানসভায় অম্বেডকরের মূর্তির পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে ৩ দিনের জন্য ধর্নায় বসেছিল তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেখানেই বিক্ষোভ চলাকালীন জাতীয় সংগীত গাইতে শুরু করেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। অভিযোগ, সেই সময় বিজেপির ওই বিধায়করা কেউ উঠে দাঁড়াননি তো বটেই, সেই সঙ্গে তাঁরা স্লোগান দিচ্ছিলেন।

বিজেপির এমন অসভ্যতার বিরুদ্ধে লিখিতভাবে স্পিকারের কাছে অভিযোগ জানান তৃণমূল বিধায়করা। অভিযোগ পাওয়ামাত্রই বিধানসভায় সেন্ট্রাল ডিসিকে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিযোগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে এদিন লালবাজারে তলব করা হয়েছে তাঁদের। কেউই হাজিরা দেবেন না বলে ইমেল মারফৎ জানানো হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...