Saturday, November 8, 2025

জাতীয় সঙ্গীত অ.বমাননা মামলায় পুলিশি তলবকে চ্যালেঞ্জ! হাই কোর্টের দ্বারস্থ বিজেপি বিধায়করা  

Date:

Share post:

বিধানসভায় (Assembly) জাতীয় সঙ্গীত (National Anthem) অবমাননার অভিযোগে বেকায়দায় বঙ্গ বিজেপি (BJP)। আগেই বিজেপির ১০ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সোম ও মঙ্গলবার পরপর দুদিন তাঁদের মধ্যে মোট ৮ বিধায়ককে লালবাজারে (Lalbazar) তলব করা হয়েছিল। এবার তলবে সাড়া না দিয়ে পাল্টা লালবাজারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল রাজ্য বিজেপি। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার আবেদন করা হয়েছিল। তাতে অনুমতি দিয়েছে আদালত। সোমবার দুপুরেই মামলার শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে খবর।

উল্লেখ্য, বিধানসভায় অম্বেডকরের মূর্তির পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে ৩ দিনের জন্য ধর্নায় বসেছিল তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেখানেই বিক্ষোভ চলাকালীন জাতীয় সংগীত গাইতে শুরু করেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। অভিযোগ, সেই সময় বিজেপির ওই বিধায়করা কেউ উঠে দাঁড়াননি তো বটেই, সেই সঙ্গে তাঁরা স্লোগান দিচ্ছিলেন।

বিজেপির এমন অসভ্যতার বিরুদ্ধে লিখিতভাবে স্পিকারের কাছে অভিযোগ জানান তৃণমূল বিধায়করা। অভিযোগ পাওয়ামাত্রই বিধানসভায় সেন্ট্রাল ডিসিকে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিযোগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে এদিন লালবাজারে তলব করা হয়েছে তাঁদের। কেউই হাজিরা দেবেন না বলে ইমেল মারফৎ জানানো হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...