Wednesday, August 27, 2025

বাড়ি থেকে উদ্ধার চাকরিপ্রার্থীদের অ্যাডমিট! CBI-র অ.ভিযোগের পাল্টা দিলেন দেবরাজ, কী জানালেন তিনি?

Date:

‘‘আমার বাড়ি থেকে একটি বা দু’টি অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া গিয়েছে। কিন্তু আমি প্রায় নিশ্চিত, ওই প্রার্থীরা কেউই চাকরি পাননি। হয়তো কোনও শংসাপত্রের জন্য এগুলি কেউ আমাকে দিয়ে গিয়েছিলেন।’’ বাড়িতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট পাওয়ার অভিযোগের ভিত্তিতে একথাই স্পষ্ট করে জানালেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সোমবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) অভিযোগ দেবরাজের বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ও কয়েকটি বদলির নথি মিলেছে। সেগুলি ইতিমধ্যে বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে বলে খবর। আর সিবিআই-এর অভিযোগের পাল্টা দিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ। পাশাপাশি বদলির আবেদনপত্র প্রসঙ্গে দেবরাজ জানান, তাঁর বাড়ি থেকে যে বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছে, তা অনেক পুরনো। তৎকালীন বিধায়কের কাছ থেকে সেগুলি তাঁর কাছে পাঠানো হয়েছিল।

তবে শুধু দেবরাজই নন, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) বাড়ি থেকেও একই নথি পাওয়া গিয়েছে বলে অভিযোগ সিবিআই-এর। গত বৃহস্পতিবার, ধর্মতলায় শাহী সভার পরদিনই দেবরাজের বাড়ির পাশাপাশি বাপ্পাদিত্যের বাড়িতেও সাতসকালে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। বাপ্পাদিত্যের পাটুলির বাসভবনের পাশাপাশি দেবরাজের রাজারহাট ও দমদম পার্কের বাড়িতে হানা দেয় সিবিআই-এর দুই তদন্তকারী দল। তবে সিবিআই হানা শেষে দেবরাজ বলেছিলেন, ওঁরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন। সে সব দিয়েছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব।

অন্যদিকে, তাঁর বাড়িতে সিবিআই হানার পর কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য জানিয়েছিলেন, দু’টি ব্যাঙ্কের স্টেটমেন্ট, একটি মোবাইল ফোন এবং কয়েক জনের বায়োডেটা নিয়ে গিয়েছে সিবিআই। তবে দুই কাউন্সিলরের বাড়ি থেকে যে সব চাকরিপ্রার্থীদের  যাঁদের অ্যাডমিট কার্ড মিলেছে তাঁদের মধ্যে কেউ চাকরি পেয়েছেন কি না, খতিয়ে দেখছে সিবিআই। তবে দেবরাজ তাঁর প্রতিক্রিয়া জানালেও এ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাপ্পাদিত্যের।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version