Thursday, August 28, 2025

অপরাধী হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন ভগবান, ম‍্যাচ শেষে বললেন অর্শদীপ

Date:

তিনি নাকি আসল অপরাধী ছিলেন। কিন্তু ভগবান পরে তাঁকে সুযোগ দিয়ে সেই অপরাধ থেকে বাঁচিয়েছেন। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ভারতীয় বোলার অর্শদীপ সিং। ম‍্যাচ শেষে অর্শদীপ বলেন, একটা সময় মনে হচ্ছিল আমিই অপরাধী হবো। কিন্তু ভগবান আমাকে পরে একটা সুযোগ দিয়েছেন। আসলে গতকাল ছিল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম‍্যাচ। সেই ম‍্যাচে শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে দেন। তবে অর্শদীপ তাঁর প্রথম ৩ ওভারে ৩৭ রান দিয়েছিলেন কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর উপর আস্থা রাখেন ও শেষ ওভার র্শদীপের হাতেই বল তুলে দেন। শেষ ওভারে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্শদীপ।

ম‍্যাচ শেষে এই নিয়ে অর্শদীপ বলেন,” প্রথম ১৯ ওভারের জন্য, আমি ভাবছিলাম যে আমি অনেক বেশি রান দিয়েছি এবং আমি হয়তো খেলার মূল অপরাধী হব। ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ দিয়েছিল এবং আমি নিজের উপর বিশ্বাস রাখতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি সফল হয়েছি এবং দলের সমস্ত সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ যারা আমার উপর বিশ্বাস করেছেন।”

গতকাল ছিল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম‍্যাচ। এই ম‍্যাচের আগেই সিরিজ নিজেদের নামে করেছেন সূর্যকুমার যাদবরা। তবুও শেষ ম‍্যাচ জয় দিয়েই শেষ করতে চেয়েছিল টিম ইন্ডিয়া। পঞ্চম ম‍্যাচে প্রথমে ব‍্যাট করে ১৬০ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এই জয়ের ফলে সিরিজে ৪-১ এ জয় পেল সূর্যকুমাররা।

আরও পড়ুন:আজ নর্থইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ই লক্ষ‍্য লাল-হলুদের

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version